ড্রপ-ডাউন মেনুর ব্যাপারে সাহায্য চাই।

আমি Blumentals_Easy_Button_and_Menu_Maker ব্যবহার করে ওয়েব সাইটের জন্য কিছু বাটন তৈরি করেছি।  কিন্তু সমস্য হলো যে বাটনগুলো কিছুতেই ওয়েব পেজ এ ইমপোর্ট করতে পারছিনা।  এইচটিএমএল দিয়ে করেছি।  কিন্তু বাটন শো করছে না।  কেউ কি এই ব্যাপারে আমাকে সাহাযা করতে পারবেন?????????????  যদি কেউ জানেন দয়া করে ব্যাখ্যা করবেন।  আমি অনেক উপকৃত হব।

Level 0

আমি তৌহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যখন এই ধরনের সফটওয়্যার ইউজ করে ড্রপ-ডাউন মেনু তৈরী করবেন তখন তারা আপনাকে একটা কোড দিবে। অথবা এইচটিএম এল ফাইল দিবে। যদি এইচটিএমএল ফাইল দিয়ে থাকে তা হলে ঐ কোড গুলো কপি করে আপনার মূল এইচ টি এম এল পেজ এ ব্যবহার করতে হবে। তবে সেই সাথে বাটনের সাথে যে সকল ইমেজ ফাইল থাকবে ঐ গুলোও আপনাকে আপলোড করতে হবে(যেন লোকেশান ঠিক থাকে)। তা না হলে ইমেজ ফাইল গুলো দেখা যাবে না।

সাইফুর ভাই, এইচটিএমএল কোড কপি করে দিচ্ছি। কিন্তু কাজ হচ্ছে না। যদি পারেন আপনার মোবাইল নম্বরটা দেন।