আজ আমি আপনাদের কছে অ্যাডসেন্স বিষয়ে একটি সাহায্য চাই। গত ৩১ অগাস্ট আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর জন্য আবেদন করি। প্রায় ৩০ মিনিট পর গুগল রিপ্লাই দেয় যে অ্যাকাউন্ট ডিসআপ্প্রভেদ। এর ২ ঘণ্টা পর আবার মেইল দেয় যে তারা partialy review করছে। এবং আই কথাটা লিখছে-
We have completed a partial review of your application. However, you will not begin to see live ads on http://www.civil-art.com/ until we have fully completed our review of your site. Instead, you’ll only see blank ads, which blend in with the background of your site. Once we have completed our review, your application will be fully approved or disapproved. If approved, you’ll begin to see live ads.
আর লিখছে
IMPORTANT NOTES:
You must implement your ad code so we can complete the review process. For help implementing ad code on Google owned APIs (e.g., YouTube), visit: https://support.google.com/youtube/bin/answer.py?answer=72851.
এখন আমার করনিও কি? কিভাবে অ্যাড কোড বসাবো। অ্যাড কোড পাব কোথায়?
আমি sudipto007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার অ্যাডসেন্স রিকুয়েস্ট ঝুলিয়ে রেখেছে। তারা মেনুয়ালি আপনার সাইট কে ব্রাউস করে তারপর ফাইনাল এপ্রুভ করবে।
এখন যা করবেন… আপনি আপনার অ্যাডসেন্স কোড সাইটে বসান। তা না হলে তারা এপ্রুভ করবে না।
আপনার ব্লগ টি ব্লগস্পট এ হোস্ট করা। সেক্ষেত্রে গুগলে সার্চ করে দেখুন, কিভাবে ব্লগপোস্ট এ অ্যাডসেন্স বসাতে হয়।