আমি বর্তমানে qubee 12Gb_512kb/s ব্যবহার করসি আগে banglalion ব্যবহার করতাম।
এদের সমস্যা টা হল প্রতি মুহুরতে মেগাবাইট এর ভয় তা আপনি লিমিট ব্যবহার করেন বা আনলিমিটেড ব্যবহার করেন...।
আর বিল তো আকশ ছোঁয়া 12Gb_512kb/s=১২২৩ টাকা এ মাসে বিল আসছে। উল্লেখ্য আমি oDesk কাজ করি তাই আমাকে প্রায় সময় অনলিনে থাকতে হয়।
আমি এখন ব্রডব্যান্ড নিতে চাচ্ছি জদিও আমার মোডেম বাবদ এ পর্যন্ত মোটামুটি ভালই খরচ হয়চে !
আসলে আমি সিধান্ত হিনিতাই ভুগসি আমি বুজতে পারসি না আমার কি করা উচিত (উল্লেখ্য qubee/ banglalion এ লিনাক্স বাবহারে ব্যাপক সমস্যা)
১.বাংলালায়ন
২.কিউবি
৩. ব্রডব্যান্ড
অনুগ্রহ করে জানাবেন।
আমি মিরপুর ৭ নুম্বর এ থাকি এখানকার ব্রডব্যান্ড সম্পর্কে কেও জানলে সাহায্য করবেন ।
আমার ইমেইল এড্রেস ঃ [email protected]
আমি Rifat ul alom। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিচের যে কোন একটা ব্যবহার করুন শান্তি পাবেন ক্রমানুসারে
১) http://www.link3.net/index.php/gati-information
২) http://www.ispros.com.bd/1/2/home-products/is-pros-home-package-definitions/
৩) http://www.smile.com.bd/service.html