আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। এটি আমার দ্বিতীয় টিউন (অবশ্য সাহায্য বিষয়ক প্রথম)। অনেক দিন ধরেই একটা এন্ড্রয়েড স্মার্ট ফোন কিনবো বলে ভাবছি।
আবার আমার আব্বা ইরাকে থাকে। তিনি বললেন আমি পাঠাবো অথবা নিয়ে যাবো। তো আমি ইন্টার্নেটে অনেক সার্চ করে দেখলাম।
কোনটার র্যাম কম, সামনের ক্যামেরা নেই, প্রসেসর কম স্পিডের, ক্যামেরা ২-৩ মেগা পিক্সেলের ইত্যাদি ইত্যাদি।
হঠাত করে গ্যালাক্সি এ সি ই ২ পেলাম।
দেখে মনে হলো এর
প্রসেসর মোটামোটি ভালই চলবে (Dual Core 800MHz)
র্যাম (768MB)
এন্ড্রয়েড আইস ক্রিম স্যান্ড ও্যাইচ পর্যন্ত আপগ্রেডের কথা বলা আছে।
ক্যামেরা 5MP+Front WVGA
বাকি টা নিচে দিলাম দেখে কেনার ব্যপারে একটু সাহায্য করুন।
ইন্টারনেটে সার্চ করে সেট টি দেখলাম।
মোটামুটি আমার ভাল লেগেছে। দেখেন তো ভাইয়েরা এর প্রোপারটিজ দেখে কি মনে হবে যে এটা কেনার মত।
বাংলাদেশ আবার এর দাম দেখলাম (অবশ্য অনলাইনে at Mobile Bazar Ace 2 Price )
General | 2G Network | GSM 850 / 900 / 1800 / 1900 |
---|---|---|
3G Network | HSDPA 900 / 2100 | |
Announced | 2012, February | |
Status | Available. Released 2012, May |
Body | Dimensions | 118.3 x 62.2 x 10.5 mm |
---|---|---|
Weight | 122 g | |
- Touch-sensitive controls |
Display | Type | PLS TFT capacitive touchscreen, 16M colors |
---|---|---|
Size | 480 x 800 pixels, 3.8 inches (~246 ppi pixel density) | |
Multitouch | Yes | |
- TouchWiz v4.0 UI |
Sound | Alert types | Vibration; MP3, WAV ringtones |
---|---|---|
Loudspeaker | Yes | |
3.5mm jack | Yes |
Memory | Card slot | microSD, up to 32GB |
---|---|---|
Internal | 4 GB storage, 768 MB RAM |
Data | GPRS | Yes |
---|---|---|
EDGE | Yes | |
Speed | HSDPA, 14.4 Mbps | |
WLAN | Wi-Fi 802.11 b/g/n, DLNA, Wi-Fi Direct, Wi-Fi hotspot | |
Bluetooth | Yes, v3.0 with A2DP | |
NFC | Optional | |
USB | Yes, microUSB v2.0 |
Camera | Primary | 5 MP, 2592x1944 pixels, autofocus, LED flash, check quality |
---|---|---|
Features | Geo-tagging, face and smile detection | |
Video | Yes, 720p@30fps, check quality | |
Secondary | Yes, VGA |
Features | OS | Android OS, v2.3 |
---|---|---|
Chipset | NovaThor U8500 | |
CPU | Dual-core 800 MHz | |
GPU | Mali-400MP | |
Sensors | Accelerometer, proximity, compass | |
Messaging | SMS(threaded view), MMS, Email | |
Browser | HTML | |
Radio | Stereo FM radio with RDS | |
GPS | Yes, with A-GPS support and GLONASS | |
Java | Yes, via Java MIDP emulator | |
Colors | Black | |
- MP4/H.264/H.263 player - MP3/WAV/eAAC+/FLAC player - Organizer - Document editor - Image editor - Google Search, Maps, Gmail, YouTube, Calendar, Google Talk, Picasa integration - Voice memo/dial - Predictive text input (Swype) |
Battery | Standard battery, Li-Ion 1500 mAh | |
---|---|---|
Stand-by | Up to 670 h (2G) / Up to 640 h (3G) | |
Talk time | Up to 16 h 20 min (2G) / Up to 7 h 30 min (3G) |
দয়া করে তাড়াতাড়ি জানাবেন। কারণ ইরাক থেকে এই মোবাইল ফোনটি ১০-৯-২০১২ এর পূর্বেই কেনা হতে পারে। (এটা জানাতে পারলে ভাল যে বাংলাদেশ কোথায় পাওয়া যাবে)
আমি বগুড়া Samsung Smart Cafe তে গিয়েছিলা। কিন্তু, সেখানে তারা বলল এখন ও তাদের (বগুড়াতে) কাছে আসেনি। (আমি তো বগুড়ায় থাকি)
যদি এখানেই পাওয়া যায় তাহলে ইরাক থেকে না এনে এখানেই কিনতে চাই।
আমি মোঃ মামুনুর রশিদ নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।