কয়েকদিন আগে আমার স্যামসাং ১ টেরাবাইট হার্ডডিস্ক টি কাজ করা বন্ধ করে দিয়েছে। পাওয়ার পাচ্ছেনা। সম্ভবত সার্কিটে সমস্যা । যাই হোক, এর ওয়ারেন্টি আছে। কিন্তু ওয়ারেন্টি তে দিলে তারা আসলে কি করবে ? যদি কোনো IC এর সমস্যা থাকে তাহলে সেটা রিপেয়ার করার পর কি হার্ডডিস্ক টি ফরমেট করে দিবে? যদি ফরমেট করে দেয় সেটা কি নরমাল ফরমেট নাকি লো লেভেল ফরমেট। অর্থাৎ পরে রিকভারি সফটওয়্যার দিয়ে কিছু ডাটা ফিরে পাওয়া যাবে কি ? কারো এরকম অভিজ্ঞতা থাকলে দয়াকরে জানাবেন।
আমি মুন্তাসির আর রাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যেহেতু ওয়ারেন্টি আছে….চেষ্টা করুন স্যামসাং বাদ দিয়ে Western Digital নেবার। Western Digital বস জিনিষ….