উইনডোজ সেভেন-এ বাংলা ব্যবহার : সাহায্য চাই

আমি সম্প্রতি উইনডোজ সেভেন ইনস্টল করেছি। অপারেটিং সিস্টেমটির ইন্টারফেস খুব সুন্দর। প্রায় সব প্রোগ্রাম ভালভাবে রান করছে। কিন্তু অফিস-২০০৭ এর সাথে বিজয় বাংলা  ব্যবহার করতে পারছি না। বিজয় বায়ান্নতে কীবোর্ডে এক স্ট্রোকে অনেকগুলো অক্ষর লেখা হয়ে যায়, আবার বিজয় ক্লাসিক প্রো/২০০৩ ঠিকমত ইনস্টল হয় না। কেউ কি সমাধান দেবেন?

Level 0

আমি অক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই একমাত্র “বিজয় একুশে” ছাড়া আর কোন বাংলা লিখার জন্য বিজয়ের কোন ভার্সনই উইন্ডোজ সেভেন এ কাজ করবে না। হ্যা একটি সমাধান আছে। আপনি অভ্র সফট্্রয়ার ব্যবহার করতে পারেন। এতে বাংলা লেখা পুরো সাধ পারেন না ঠিক। তবে বাংলায় সকল লিখা লিখতে পারবেন।

    ধন্যবাদ শাওন ভাই। ‘‌‌‌‌‍’বিজয় একুশে” ট্রাই করে দেখব।
    আর হ্যা, অবশ্যই “অভ্র” ব্যবহার করছি “দুধের সাধ ঘোলে মেটাতে”!!!!!!!!!!!!
    আপনাকে আবারো ধন্যবাদ।