আমি সম্প্রতি উইনডোজ সেভেন ইনস্টল করেছি। অপারেটিং সিস্টেমটির ইন্টারফেস খুব সুন্দর। প্রায় সব প্রোগ্রাম ভালভাবে রান করছে। কিন্তু অফিস-২০০৭ এর সাথে বিজয় বাংলা ব্যবহার করতে পারছি না। বিজয় বায়ান্নতে কীবোর্ডে এক স্ট্রোকে অনেকগুলো অক্ষর লেখা হয়ে যায়, আবার বিজয় ক্লাসিক প্রো/২০০৩ ঠিকমত ইনস্টল হয় না। কেউ কি সমাধান দেবেন?
আমি অক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই একমাত্র “বিজয় একুশে” ছাড়া আর কোন বাংলা লিখার জন্য বিজয়ের কোন ভার্সনই উইন্ডোজ সেভেন এ কাজ করবে না। হ্যা একটি সমাধান আছে। আপনি অভ্র সফট্্রয়ার ব্যবহার করতে পারেন। এতে বাংলা লেখা পুরো সাধ পারেন না ঠিক। তবে বাংলায় সকল লিখা লিখতে পারবেন।