প্রিয় টেক টিউনার ভাই ও বোনদেরকে পবিত্র ঈদের শুভাচ্ছা! আমি একটি Symphony Android Mobile কিনতে চাচ্ছি, কিন্তু যে বিষয়টি আপনাদের কাছে জানতে চাচ্ছি তাহল Symphony Android সেটগুলো দিয়ে কি Skype Voice Cal করা যায়? কেউ যদি এই সেটগুলো ব্যবহার করে থাকেন তাহলে জানানোর অনুরোধ রইল। এছাড়া কম দামের মধ্যে অন্য কোন ব্রান্ডের মোবাইল সেট দিয়ে Skype Voice Cal করা যাবে সে বিষয়ে যদি কারো ধারনা থেকে থাকে তাও শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।
সবাইকে আবারো ঈদের শুভাচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভাল থাকবেন।
আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্যামসাং ট্রাই করতে পারেন। তবে android 2.2 হলেই skype দিয়ে voice call করা যায়।