আমার একটি সাইট যার ঠিকানা http://www.pchelpcenterbd.com এই সাইটে প্রতিদিনের মত কালকেও আপগ্রেড এর কাঝে মানে সাইট বারে বা কোন যায়গায় কি কি যোগ করব তা নিয়ে কাজ করেছিলাম কিন্তু ভুল ক্রমে কখনযে থিম পরিবর্তন হয়ে গেছে তা আমি নিজেও যানি না, আমি থিমটি 8000/- আট হাজার টাকা দিয়ে কিনে ছিলাম, কিন্তু চেইঞ্জ হয়ে যাবার কারনে যার কাছ থেকে কিনে ছিলাম তাকে আবার রিকোয়েষ্ট করেছিলাম থিমটি আবার দেয়া যায় কিনা, কিন্তু যে দিবে বলে যানিয়েছে, এবং এখন সাইটে অনেক সমস্যা করতেছে তাহলো সাইট অনেক
01। স্লো হয়েগেছে
02। আমি যদি কোন থিম ইস্টল করি তবে সেটা শুদু আমি দেখতে পাই তাও যদি আমি লগইন করা থাকি আর লগআউট করলে অন্য একটি থিম দেখা যায় যেটা আপনারও দেখতে পাবেন, দেখুন http://www.pchelpcenterbd.com আর আমি লগইন করলে দেখুন এই রকম থিম দেখায় যেটা আমি বর্তমানে ইস্টল করেছি।
03। আর আমি যদি কোন কিছু এ্যাড করি যেমন ধরুন আমি সাইট বারে একটি পিক্সার এ্যাড করব, সেটা যদি আমি সকালে এ্যাড করি তবে বার বার রিলোড দিয়েও সেটা দেখা যায় না, দেখা যায় রাতে। মানে এই সমস্যা থেকে আমি মুক্তি পাই কি করে একটু সাহায্য করুন, এই থিম আমি ইস্টল করেছিলাম সকালে এখন দেখা যাচ্ছে যে থিমটি ইস্টল হয়েছে। যে কোন কিছু এ্যাড বা ডিলেক্ট করলে 5-6ঘন্টা পরে যেটা কাজ করে, তার আগ পর্যন্ত সাইটে সেই অপশনটি থেকে যায়।
আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাইট লোড নেয় না। ব্যপার কি?