আমি আমার এক বন্ধুসহ কম্পিউটারের সেলস এন্ড সার্ভিস এর দোকান দিতে চলেছি। আশাকরি ঈদের পরপরই চালু হয়ে যাবে শপ। কম্পিউটারের সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকবে দোকানে। এখন জরুরী ভিত্তিতে একটি পরির্পূর্ণ রিটেইল শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়োজন। যে সফটওয়্যার দিয়ে সেল, ইনভেনটরী, রিপোর্ট সব করা যাবে। কারো কাছে এরকম কোন সফটও্যার লাইসেন্স-কী সহ থাকলে সাহায্য করবেন প্লিজ। আমার ইমেইল আইডি [email protected]
inFlow-Inventory software এর সিরিয়াল-কী কারো কাছে থাকলে জানাবেন প্লিজ।
আমি আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Jackle of all trades master of none.
আমি নিজে একটা ইনভেন্টরী সফটওয়্যার বানিয়েছি । আপনি চাইলে নাম মাত্র মূল্যে সফ্টওয়্যাটি সংগ্রহ করতে পারেন