অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে ভাবছি। খুঁজছি। কিন্তু সমাধান পাচ্ছি না। একসময় টুকটাক পোগ্রামিং করলেও সময়ের অভাবে এবং অন্যদিকে অন্যকাজে একটু মনোযোগ দেওয়ায় এখন আর তেমন সময় বের করতে পারি না। তাই সবমিলিযে আপনাদের শরনাপন্ন হলাম। একটা সমাধান বোধকরি পাব।
আমার এমন একটা সফটওয়্যার দরকার যার মধ্যে আমি আমার ব্যক্তিগত ও অফিসের সমস্ত দরকারি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো টেক্সট আকারে রাখতে পারি- হতে পারে সেটা কোনও ডাটা লিস্ট, নামের লিস্ট কিংবা নামসহ ফোন নাম্বার লিস্ট; এবং পরে প্রয়োজনের সময় সেখান থেকে দরকারি বিষয়টা সার্চ দিয়ে সহজেই বের করতে পারি।
উদাহরণস্বরূপ, ধরা যাক অনেকগুলো ডাটার লিস্ট কিংবা ব্যক্তির নামসহ ফোন নাম্বার থেকে নির্দিষ্ঠ কোন ডাটার নাম কিংবা ব্যক্তির নামসহ ফোন নাম্বার নামের আদ্যক্ষর দিয়ে সার্চ করে বের করতে চাই।
মোটকথা, পিসিতে কোনও কিছু সার্চ করে যেভাবে ঠিক সেরকম একটা সফট চাই।
কিংবা এর বিকল্প কোনও কিছু কারও জানা থাকলে একটু শেয়ার করবেন প্লিজ। অনেক উপকৃত হব।
আমি Pantho Shrabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাকে সি শার্পে তৈরি করে দিতে পারি। আমার সাথে যোগাযোগ করতে পারেন ই-মেইলের মাধ্যমে । [email protected]