টেকটিউন্সে কি কি প্লাগিন ব্যবহার করা হয়েছে?

সুপ্রিয় টেকি ভাইরা, অামি একটা ব্লগ সাইট নিয়ে কাজ করছি।

টেকটিউন্সে কি কি প্লাগিন ব্যবহার করা হয়েছে? প্রতিটা পোস্টে কি ভাবে ফিচার ইমেজ যোগ করা যায়?
অার যদি প্লাগিনের বিকল্প ব্যবস্থা থাকে তাও জানালে উপকার হতো?
সকলে অামার জন্য দোয়া করবেন যাত ভালমত কাজ শেষ করতে পারি। সকলকে রমজানুল মোবারক!!!

Level 0

আমি tunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ধরণের প্রশ্ন করে আপনি উত্তর পাবেন সে সম্ভাবনা কম। টেকটিউনসের মতো বাংলা সাইটে কিভাবে এডসেন্স ব্যবহার করছে, সেটা জানতে চেয়ে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টটা মডারেট করা হয়েছে, সুতরাং এডমিন/ মডারেটর লেভেলের কেউ পোস্টটা পড়েছে, অথচ কেউ উত্তর দেয় নি।
এরা সম্ভাব্য প্রতিযোগীর ভয়ে সঙ্কিত!

Level 0

টেকটিউনস এ প্লাগিন ব্যবহার করা হয় না।

    @swordfish: অবশ্যই প্লাগিন ব্যবহার করা হয়। না জেনে একটা মন্তব্য না করাই বুদ্ধিমানের কাজ।

      @নাজমুল আহসান: চেপে যান, ব্যান খেতে পারেন।

        @মিনহাজুল হক শাওন: হা হা হা! ব্যান খেলে কী হয়? ব্যান করবেই বা কেন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? টেকটিউনস থেকে কেউ ভুল কিছু শিখছে, এটা নিশ্চয়ই কাম্য নয়।
        বাই দ্য ওয়ে, টেকটিউনসে ব্যান করার সিস্টেম নেই। অবশ্য আমার একাউন্ট ডিলিট করে দিতে পারে! এর চেয়ে বড় ব্লগ মডারেট করার অভিজ্ঞতা আমার আছে।

        Level 0

        @মিনহাজুল হক শাওন: ব্যান হবে কেন? তিনি কৌতুহল প্রকাশ করেছেন উওর দেওয়া হয়েছে।

          Level 0

          @swordfish: উওর না উত্তর ???? [[হাসতেই আছি]]

      @swordfish: আমি নিচে যে তিনটা প্লাগিনের লিংক দিয়েছি, সেগুলো অবশ্যই ব্যবহার করা হয়েছে। প্লাগিনের লিংক সহ দিয়েছি। এটা আমি বললাম, আপনি কোথায় আছেন সেটা ইম্পরট্যান্ট না।

        Level 0

        @নাজমুল আহসান: আমি যতটুকু জানি সেটা বলেছি। এখন জোর করে যদি আপনারটা সঠিক বলেন তা হলে আর বলার কিছূই নাই

    @swordfish: মনে হয়, কাস্টম কোডিং ব্যবহার করা হয়। প্লাগিন ছাড়া থিসিস
    থিমে কোডিং ব্যহার করা যায়।

টিউনার ব্রাদার, আপাতত এই তিনটা প্লাগিনের খোঁজ পেলাম। পরে সময় করে দেখবো আর কিছু বের করতে পারি কিনা।
১) WP Favorite Posts লিংকঃ http://wordpress.org/extend/plugins/wp-favorite-posts/
২) Organize Series লিংকঃ http://wordpress.org/extend/plugins/organize-series/
৩) WP-PostViews লিংকঃ http://wordpress.org/extend/plugins/wp-postviews/

Level 0

@মামুন ফিরোজ,
কোন সাইটের মানে ওয়ার্ডপ্রেস দ্বারা চালিতে সাইটের কি কি ইউজ হচ্ছে তা দেখতে চাইলে সেই সাইটের হোম পেইজে গিয়ে Ctrl+U চাপুন, টিটির ক্ষেত্রে view-source:https://www.techtunes.io/

এর পর ফাইন্ড বাটনের সাহায্যে ওয়ার্ডপ্রেসের বেসিক ষ্ট্রাকচার দিয়ে সার্চ দিলেই বের হয়ে যাবে,
যেমন প্লাগিন খুজতে wp-content/plugins দিয়ে সার্চ দিন, পেয়ে যাবেন নাম গুলো

এই পোস্টে আমার মন্তব্য নিয়ে অনেক ঝড়তুফান হয়ে গেলো। আমি আসলে সরাসরি আক্রমণ করার ইচ্ছে থেকে মন্তব্যগুলো করিনি। একজন আগ্রহী মানুষ টিটি থেকে ভুল শিখছেন, এটা দেখে আমার খারাপ লেগেছিল।
আশা করি কেউ বিষয়টাকে জটিল করে দেখবেন না। আমার আচরণের জন্যে আমি দুঃখিত।
@মাহবুব আলম ভাই

অামি মন্তব্য করার ভাষায় হারিয়ে ফেলেছি!! যাহোক সকলকে ধন্যবাদ সুন্দর সুন্দর সাজেশন+মন্তব্য করার জন্য!!!

w3 total cache,yet another related post plugin,nrelate most popular,poll daddy, আরও কিছু জানি কিন্তু প্রকাশ করবো না 😉 । আমার সাইট এ গিয়েই বুঝবেন http://science-breeze.com/