সাহায্য চাই। সাহায্য চাই। সাহায্য চাই। সাহায্য চাই। অতি জরুরী

টেকটিউন্সের সকল অভিজ্ঞ ভাইদের কাছে সাহায্য চাই। আমার ব্লগ সাইটে বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে কেন?  মাঝে মাঝে কি প্রায় সব সময় আমার সাইটে ads not by this site লিখে ২টা করে বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে। অথচ আমি এগুলা সেট করি নাই। প্লিজ ভাই সব, আমি কি করব আমাকে জানান। আমি আমার সাইটে কোনো বিজ্ঞাপন রাখতে চাই না।আমার সাইটের ঠিকানা http://mobicomtechbd.blogspot.com

প্লিজ কিছু করেন আপনারা।

Level 2

আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

view korlam kono ads dakte pelam na…….apenr clock ta josh hoica lol 😀

আপনি সম্ভবত এমন কোন সফটওয়্যার ইনষ্টল করেছেন আপনার পিসিতে যেটার সাথে আপনার ব্রাউজারের ভেতরে কোন এ্যাডঅন ইনষ্টল হয়েছে অথবা মেলওয়্যার জাতীয় কিছু ইনষ্টল হয়েছে। যার ফলে আপনার পিসি থেকে আপনার ওয়েবসাইট দেখলে সেখানে বিভিন্ন এ্যাড প্রদর্শন হচ্ছে। আপনার পিসি থেকে আপনি যদি ফেসবুকেও লগ-ইন করেন তাহলে ফেসবুকেও বিভিন্ন যায়গাতে বিভিন্ন ধরণের এ্যাড দেখাবে। কিন্তু এগুলো ফেসবুক থেকে দেওয়া কোন বিজ্ঞাপন নয়।

আপনি ম্যাকাফি মেলওয়্যার স্ক্যান দিয়ে স্ক্যান করে নিন। তারপরে দেখুন, এই সমস্যা গুলো আর হবে না আশাকরি।

Level 0

আপনি কোন অ্যাড অন্স ইউজ করতেছেন যার কারনে এরকম হচ্ছে। অ্যাড অন্স তা ডিলিট মারেন আর না হয়ে অ্যাড ব্লকার অ্যাড অন্স ইন্সটল করেন