যারা এডসেন্স এর বিকল্প হিসেবে clicksor ব্যবহার করেন তারা একটু সাহয্যে করেন

http://gymworldtips.blogspot.com/

এটা আমার ব্লগ সন্ধায় আমি প্রথমে bidvertiser ব্যবহার করি।এটার নিয়ম খুব সোজা ছিল এবং আমার ব্লগ এ আমি উপরে এর এডস দিছি আপনার আমার  ব্লগ এ একটু যেয়ে দেখেন বুঝতে পারবেন। পরে আর একজন এর পোস্ট এ পড়লাম bidvertiser এ নাকি ক্লিক পড়লে ও ডলার জমা হতে সমস্যা করে বা মাঝে মাঝে প্রবলেম হই বা আরো কিছু সমস্যা।এর পর আমি clicksor এ একাউন্ট খুলি এটাতে আমিAd Setup এ যায় এবং সেটাপ করি partnership regular দিয়ে কিন্তু তারপর এদের এডস কোড  পাই কিন্তু ব্লগ এ দিলে এডস কোড সো করে না একটু সাদা হয়ে থাকে।আপনারা আমার পেজ এ যেয়ে দেখেন ওইখানে উপরে bidvertiser  এডস আছে এবং তার বাম পাশে একটু সাদা জাইগাতে clicksorকিন্তু clicksorএর এডস সো করছে না।এখন কি করতে পারি নাকি bidvertiser  আর clicksorএর  এডস একসাথে দিচ্ছি বলে হচ্ছে না? adbrite এ একটা একাউন্ট খুলি সেইটা ও দিলাম আপনাদের দেখানোর জন্য ডান সাইড এ আছে কিন্তু এই খানে ও কিছু আসে না আসছে শুধু your ad here । একটু বিস্তারিত কেউ  জানাবেন কি? কিভাবে কি করতে পারি? নাকি আমার ব্লগ এ করা যাবে না।কেউ সময় পেলে একটু জানাবেন দয়া করে।তাইলে অনেক উপকৃত হব।

আর একসাথে কি ব্যবহার করা যাবে?

Level New

আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১ সাথে ২ কোম্পানির এড আপনি ব্যাবহার করতে পারবেন না। আর ক্লিকসর আর বিডভারটাইজার যাই বলেন না কেনো গুগলের মত কোনটাই না।

    Level New

    @Saon A Menz: এক সাথে দুই কোম্পানীর এড ব্যবহার করা যাবে না এমন কথা কোথায় পেলেন সেটা বোধোগম্য হলো না। প্রতিটা এড কোম্পানীর আলাদা নিয়ম থাকে যেটা ফলো করে আপনি একাধিক কোম্পানীর এড দিতে পারবেন। আমার এমন সাইটও আছে যেখানে এডসেন্স, এমাজন, চিথিকা, বিডভারটাইজার, পিক্সাজা, ইনফোলিংক্স একসাথে ব্যবহার করছি। কিন্তু হ্যা, এই ৫টার প্রতিটার টার্মস এন্ড কন্ডিশন আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আর বিডভারটাইজার/ক্লিকসর এডসেন্সের মতোই, সুতরাং এক পেজে দুই কোম্পানীর এড একত্রে ব্যবহার করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলা যেনো দেখতে কোনোভাবেই একইরকম না হয়। আর এক পেজে সর্বোচ্চ কয়টি এড দেয়া যাবে সেটায় চেক করে নিতে হবে।

      @সেতু: আপনি আমার কথা বুঝতে পারেন নাই, আমি বলতে চেয়েছি যে লে আউটে আপনি বর্তমান কোনও কোম্পানির এড ব্যাবহার করছেন সেই লেয়াউটে অই কোম্পানির এড কোডের সাথে যদি অন্য কোনও কোম্পানির এড কোড ব্যাবহার করেন তাহলে কোন এডই সো করবেনা।

Level New

আামার তো বাংলা ব্লগ 😀 । google এর কথা ভাবা ও পাপ তবে গুগল এ চান্স পাওয়ার জন্য জটিল একটা প্লান মাথায় ঘুরপাক খাচ্ছে যাই হোক জানানোর জন্য ধন্যবাদ