সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন সেই দোয়া করি।
আমার বাসার কম্পিউটারে বেশ কিছু দিন ধরে একটি সমস্যা দেখা দিয়েছে তা বনর্ণা করছি। প্রথমে দিকে পাওয়ার বাটন চাপলে কম্পিউটার চালু হতে অনেক সময় নেয় কিংবা একবার রিসেট বাটন চাপলে তবে কম্পিউটার চালু হয় কিংবা পাওয়ার বাটন বেশ কিছুক্ষণ চেপে ধরলে চালু হতো। কিন্তু বর্তমানে পাওয়ার বাটন চাপলে তিনটি শব্দ হয় তারপর মনিটরে কিছুই দেখায় না। আমি কম্পিউটাররের র্যাম পাল্টে অন্য কম্পিউটারে লাগিয়েছি সেখানে আমার র্যাম দিয়ে কম্পিউটার চলছে। আমার র্যাম স্লট পরিস্কার করে আবার লাগিয়ে দেখেছি তবুও কম্পিউটার বুট করে না।
আমার কম্পিউটারের কনফিগারেশন নিম্নরুপ:
প্রসেসর: ইনটেল ডুয়েল কোর 2.0
মাদারবোর্ড: 41আরকিউ
র্যাম: 2জিবি (1টি)
হার্ডডিস্ক: 320 জিবি
ভিজিএ: বিল্টইন
সাউন্ড: বিল্টইন
টিটিএর অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ সবাই ভালো থাকবেন
আল্লাহ হাফেজ
আমি Md. Nur Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
২ ৩ ৪ টি বিপ দিয়ে কম্পিউটার চালু হতে সমস্যা হলে ram সঠিকভাবে স্লটে লাগানো আছে কি না খেয়াল করুন।প্রয়োজনে র্যামটি খুলে আবার লাগান