আমার পিসিতে নিম্বাজ দিয়ে যে কোন বাডি বা নম্বর-এ কল করতে গেলেই লেখা আসছে " Your voip traffic audio may be blocked by network connection". কিন্তু skype, gtalk ও অন্যান্য সফট্ দিয়ে কল করা যাচ্ছে। এক্ষেত্রে কি পোর্ট চেঞ্জ করার প্রয়োজন আছে? নাকি কোন প্রক্সি ইউজ করতে হবে? অনুগ্রহ পূর্বক সমাধান দিন। প্লিজ।
আমি প্রশ্নবোধক (?)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
" ইস্পাত" ক্ষয়ে যায় তবু মরিচা ধরেনা, ভেংগে যায় তবু মচকায় না......