প্রিয় টেকটিউনারস,
Windows PC তে Mac সেটআপ বিষয়ে সাহায্য চাই। Mac OS Leopard 10.5 DVD কিনেছি(Mac and Windows compatible). কিন্তু বুট থেকে সেটআপ দিতে গেলে Loading হতেই থাকে, সামনে Proceed হয়না। যদি কারো কাছে Hackintosh DVD অথবা কার্যকরী ডাউনলোড লিঙ্ক থাকে, তাহলে প্লিজ উল্লেখ করুন। বিঃ দ্রঃ আমি Lion 10.7 GM USB Hack(.dmg file) ও ডাউনলোড করেছি, কিন্তু Windows এর জন্য Boot-able করতে পারছিনা। কারো জানা থাকলে Windows PC তে Mac (lion 10.7 or leopard 10.5) দেওয়ার complete process জানালে কৃতজ্ঞ থাকব।
উল্লেখ্য, আমি উইন্ডোজে Xcode 4 use(.dmg file) করার জন্য Mac setup দিতে চাচ্ছি।
ধন্যবাদ।
আমি shadman106। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dmg টা শুধু ম্যাক থেকে আপডেট করার জন্য, হ্যাকিনটোশ ইন্সটল করতে ১৫ মিনি থেকে ৩০ মিনিট সময় লাগবে। ঘাবড়াবার কিছু নাই।