google chrome এর bug ঠিক করুন

গুগল ক্রোম ব্রাউজার খুলেই অনেকই এই বার্তাটা দেখতে পান। জিনিষটা এতই বিরক্তিকর যে প্রতিবার ক্রোম খুললেই বার্তাটি স্ক্রীন এ ভেসে উঠে। আনইন্সটল করে ইন্সটল করলেও যন্ত্রণাটা দূর হয়না।

প্রথমে উইন্ডোজ কী চেপে ধরে R কী টাইপ করবেন অথবা Start Menu> All Programs> Accessories> Run এ যান। তারপর AppData\Local\Google\Chrome\User Data\Default এই address টি Run এ copy-paste করে ok দিন।

folder টির একদম শেষের দিকে "Web Data" "Web Data-journal" দুইটি file দেখতে পাবেন, file দুইটি delete করে দিবেন।

এবার google chrome খুলে দেখেন বার্তাটি আর দেখাবে না। 

টিউনটি কষ্ট করে পড়বার জন্য ধন্যবাদ ভাল থাকবেন সবাই।

Level 0

আমি sajadur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস