গুগল ক্রোম ব্রাউজার খুলেই অনেকই এই বার্তাটা দেখতে পান। জিনিষটা এতই বিরক্তিকর যে প্রতিবার ক্রোম খুললেই বার্তাটি স্ক্রীন এ ভেসে উঠে। আনইন্সটল করে ইন্সটল করলেও যন্ত্রণাটা দূর হয়না।
প্রথমে উইন্ডোজ কী চেপে ধরে R কী টাইপ করবেন অথবা Start Menu> All Programs> Accessories> Run এ যান। তারপর AppData\Local\Google\Chrome\User Data\Default এই address টি Run এ copy-paste করে ok দিন।
folder টির একদম শেষের দিকে "Web Data" "Web Data-journal" দুইটি file দেখতে পাবেন, file দুইটি delete করে দিবেন।
এবার google chrome খুলে দেখেন বার্তাটি আর দেখাবে না। টিউনটি কষ্ট করে পড়বার জন্য ধন্যবাদ ভাল থাকবেন সবাই।
আমি sajadur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।