সাহায্যঃ উইন্ডোজ সেভেন এর ব্যাপারে সাহায্য চাই

যারা উইন্ডোজ সেভেন ব্যবহার করেন তাদের কাছে কিছু বিষয় জানতে চাই ।


১) উইন্ডোজ সেভেন এর পারফরমেন্স কি xpএর চেয়ে ভালো ?

২) উইন্ডোজ সেভেন এর সেটআপ প্রসেস কি xpএর মতোই ?

৩) আমার পিসির সি-ড্রাইভে মাত্র ১৯জিবি জায়গা আছে , আমি কি উইন্ডোজ সেভেন সেটআপ দিতে পরবো ?

(একটু বিস্তারিত জানাবেন)

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Windows7UpgradeAdvisor ইনস্টল করে চেক করতে পারেন

আপনার পিসি কনফিগারেশন দিলে বলতে পারতাম।

Level 0

Ami Windows 7 use kori and ta registered copy. Apnar sokol prosner uttor ami dicche ek ek kore.
1. Performance er kettre kokono windows xp ke kono windows felte parbe na. karon taholo windows xp je kono doroner software support kore kin2 windows 7 or windows vista ta kore na. tobe widnows 7 er interface and service gulu kub sundor and xp r moto na holeyo performance vistar cheyeo windows 7 er onek valo. tobe ta 32-Bit er hole Valo performance Paben.
2. Windows 7 er setup process windows xp and vistar cheye Valo. ekta kotha mone rakben setup er ordeker modde jodi biddoth chole jai tahole abar protom teke suru hobe karon windows 7 sompurno setup e ekbar restart diye desktop chole ashe.
3. Ami windows 7 use kori 15gb jaigar modde ebar apni boje nen apnar ki kora uchit.
Apnar email id ta diben. bye. Mail: [email protected]

    আপনি কি windows 7 এর রেজিস্টার্ড কপি ডাউনলোড করেছেন? যদি তাই হয় তাহলে মন্তব্যে আপনার রেজিস্টার্ড কপিটির TorrenT লিঙ্ক দিন।

Level 0

aro jante chaile email korun.

azad ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
বাংলা বর্ণ দিয়ে লিখলে ভালো হতো ।
——— Thanks————

Level New

আমার দেখি নিজের মতো করে উত্তরগুলা দেই।
১.এই মুহুর্ত পর্যন্ত চিন্তা করলে এক্সপির পারফরম্যান্স অবশ্যই ভালো কেননা এখনো যেকোনো প্রোগ্রাম নির্মাতা প্রতিষ্ঠান এক্সপিকে টার্গেট করেই বানায়।
২.আপনি যদি ভিসতা ইন্সটল করে থাকেন তাহলে বলব ভিসতা আর সেভেনের ইন্সটলেশনে খুব একটা পার্থক্য নেই।
৩.১৯ গিগাবাইট তখনি আপনার জন্য যথেষ্ঠ হবে যখন আপনি অন্য বড় কোনো এপ্লিকেশন আলাদা ড্রাইভে ইন্সটল করেন।যেমন সেভেনই প্রায় ১০ গিগাবাইট স্পেস খাবে।তারপর আপনি যদি এনসাইক্লোপিডিয়া আর অটোক্যাড ইন্সটল করেন তাতেই কিন্তু আরো ৫ গিগাবাইট চলে যাবে।সুতরাং বুঝে নিন।যেমন আমার সি তে এই মুহুর্তে ৪০ গিগাবাইট মেমোরি ফুল হয়ে আছে,আরো ২৫ গিগার মতো এপ্লিকেশন অন্য ড্রাইভে আছে।ব্যাপারটা আপনার উপর।

morning_star ভাই,
আমার পিসির কনফিগারেশন হলো-
1)Processer ( Intel Duel Core 2GB )
2) Mother Board ( MSI 945 )
3) Hard Disk ( Maxtor 80GB )
4) RAM ( 1GB )

    Level New

    এই কনফিগারেশনে চলবে তবে স্মুথলি চালাতে চাইলে র‌্যাম বাড়ানো ফরজ

    Level 0

    আপনি আপনার পেন ড্রাইভকে ব্যবহার করে পিসির স্পিড বাড়াতে পারেন।তাছাড়া সেভেনকে সময় দেন তার আসল রুপ দেখানোর।

সেতু ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ । তবে ফরজ শব্দটি ব্যবহার না করলে বেশী খুশী হবো কারণ ফরজ শব্দটির অর্থ শুধুমাত্র অবশ্যই কর্তব্য বুঝায় না বরং এরকম বুঝায়-
‘ফরজ হলো আল্লাহর হুকুম যা অবশ্যই কর্তব্য এবং যা পালন না করলে কবিরা গুনাহ হয়’

সুতরাং যেখানে সেখানে ফরজ শব্দটি ব্যবহার হতে বিরত থাকুন ।
———————-@———————-

    Level New

    আপনার এই ব্যাপার কথাটি নিয়ে আজ মসজিদের হুজুরের সাথে কথা বললাম তার মত হচ্ছে ফরজ একটা ভাষার একটা শব্দ।এটা ব্যবহারে সমস্যা কোথায়?যদি এমনটা হতোই তাহলে তো আরবী ভাষাভাষীরা কোরআন মাজীদে ব্যবহৃত শব্দ তাদের জীবনে ব্যবহার করার আগে একশবার ভাবতে হবে।ফরজ কোন কথা ব্যবহার করে আপনি আবশ্যক কথাটি বুঝাতেই পারেন।

    সেতু ভাই আরবি ভাষায় ফরজ বলতে কিন্তু আবশ্যিকতা বুঝায় যা না করলে পাপ হবে এই রকম ।

ভোরের স্বপ্ন,
না ভাই, আমি windows 7 এর রেজিস্টার্ড কপি ডাউনলোড করিনি ।

আমি windows 7 এর রেজিস্টার্ড কপি কিভাবে পেতে পারি বা ডাউনলোড করতে পারি কেউ কি একটু বলবেন
আমার ইমেইল [email protected]

Level 0

ভোরের স্বপ্ন, আমি windows 7 ডাউনলোড করিনি কিনেছি, বিদেশ থেকে ভাইয়া পাটাইছে দাম নাকি ১৮০০০ টাকা।

আমীন ভাই, আমাদের এখানে কারেন্ট বেশি আসা যাওয়া করে তাই লিখতে পারলাম না আর আমার বাংলা টাইপিং স্পিড তেমন ভালো না তাই।
আমি এখনো পর্যন্ত 1GB র‍্যাম দিয়ে চালাচ্ছি কোন সমস্যা করে নাই তবে বড় কোন application আমার পিসি তে নেই। তাই আমার হয়তো সমস্যা করে না। এবার আপনার উপর।

azad ভাই,
আপনার সুপরামর্শের জন্য ধন্যবাদ ।

ভাই আমি উইন্ডোস সেভেন চালানোর জন্য ১ গিগা র‍্যাম লাগিয়েছি (১+১=২) তারপর উইন্ডোস সেভেন ইনিষ্টল করেছি কিন্তু আমার মাউস সেটিতে কাজ করেনি তাই আবার বাদ দিয়েছি।
আপনার সি ড্রাইবে যতটুকু যায়গা আছে তা দিয়েই চলবে।
সেটাপ প্রসেস প্রায় xp-এর মতই তবে সবকিছু মাউস দিয়ে করতে হবে।

সবার পরে একটি কথা বলি, কোন oparative system ই xp-এর চেয়ে ভাল না। সুধু উইন্ডোস সেভেন উইন্ডোস ভিসতা থেকে দ্রুত কাজ করে।

তবে আমি জেতা বলব আপনি উইন-৭ ব্যবহার না করে এক্সপি তে থাকেন…।কারন এটাতে অনেক ড্রাইভার এভেণ SOFTZ gulo thik vabe payna