Photoshop দিয়ে ল্যাবে কীভাবে প্রিন্ট দেয় ??

ফটোশপ দিয়ে বাংলাদেশী পাসপোর্ট, স্টাম্প ইত্যাদি সাইজের ছবি প্রিন্ট দেওয়ার ল্যাবের নিয়মগুলো কেউ বলতে পারবেন ???

ফটোশপ দিয়ে বাংলাদেশী পাসপোর্ট, স্টাম্প ইত্যাদি সাইজের ছবি প্রিন্ট দেওয়ার ল্যাবের নিয়মগুলো কেউ বলতে পারবেন ???

ফটোশপ দিয়ে বাংলাদেশী পাসপোর্ট, স্টাম্প ইত্যাদি সাইজের ছবি প্রিন্ট দেওয়ার ল্যাবের নিয়মগুলো কেউ বলতে পারবেন ???

ফটোশপ দিয়ে বাংলাদেশী পাসপোর্ট, স্টাম্প ইত্যাদি সাইজের ছবি প্রিন্ট দেওয়ার ল্যাবের নিয়মগুলো কেউ বলতে পারবেন ???

Level 0

আমি Ttanweer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি কখনো লেবের জন্য কিভাবে বলতে পারবো না, তবে আমি যখন প্রিন্ট রেডি ফটোসপ ফাইল রেডি করি তখন এই ডাইমেনশন ইউজ করি।

প্রথমে পাসপোর্ট এর জন্য- হাইট 2’’ এবং ওয়াইড 1.6’’ তে রিসাইজ করে নেন।
এবং স্পেম্প এর জন্য- হাইট: 1.1 ‘’ ওয়াইড: .96 ‘’ করে নেন।

তার পর নতুন একটা লেটার অথবা এ 4 সাইজ ফাইল ক্রিয়েট করুন। মনে রাখবেন, আপনার ফটোর রেজুলেশন এবং নতুন ডকুমেন্টের রেজুলেশন এক রাখবেন (খুব ই গুরত্বপূর্ন) যেমন 72 বা 300 যা ই হউক। তার পর নতুন ডকমেন্ন্পিটে পিকচার টি কপি করে নিন। তার পর অল্ট বাটন প্রেস করে মুভ টুল দিয়ে ক্লিক করে ড্রাগ করে যত কপি ইচ্ছা করে নিন।

আমার করা ফটোসপের বাংলা ভিডিও টিউটোরিয়ালের জন্য এই লিংকে ভিজিট করুন: http://adobehero.com/tutorial/photoshop-2/

    Level 0

    @Abu Naser: ভাইয়া ! যেই কথা গুলো লিখে দিলেন সেটার ভিডিও টিউটোরিয়ালটা দিতে পারবেন ? দিলে খুব উপকার হত …

Abu Naser@ আমিওতো এই ভাবে করি। তবে পাসপোর্ট সাইজটা ১.৬ এবং ১.৯ রাখলে A4 সাইজে কাগজ অপচয় হয়না।

Level 0

Ttanweer, If you watch all my Photoshop video tutorial you must find all the answer I wrote to you….

Thanks Rony Cox 🙂 I will be using your measurement in future if I have this kind of assignment in future.
Thanks

Level 0

আমি যেটা করি তা হলো প্রথমে একটা মোবাইল বা ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা ছবি ৩০০ dpi 50mmx40mm পাসপোর্ট সাইজ ছবি resize করি ফটোশপে, তার পর ফটোশপে ৬”x৪” ৩০০ dpi নতুন ব্লাঙ্ক পেজ ওপেন করে সেখানে ৬ টা পাসপোর্ট সাইজ ছবি পেস্ট করে arrange করি। তারপর jpg হিসাবে সেভ করে পেনড্রাইভে করে প্রিন্ট করতে নিয়ে যাই। 4R (6″x4″) সাইজ ছবি প্রিন্ট করতে প্রতি কপি ৮ টাকা করে নেয়, মানে ৮ টাকায় ৬ কপি পাসপোর্ট সাইজ ছবি পাচ্ছি। এভাবেই আমি করে আসছি ২০০৪ সাল থেকে যখন খুলনায় ডাকবাংলোয় ছাড়া পুরা দক্ষিণবঙ্গে কোথাও ডিজিটাল ছবি প্রিন্ট করার ল্যাব ছিল না।