হা ভাই সর্বশেষে প্রিন্টার কিনেই ফেললাম Epson L200, All in One, 20,000 Taka স্কেনিং, ফটোকপি এবং ছবি প্রিন্ট হয় ঠিকমই, কিন্তু এম এস ওয়ার্ডের লেখার কালো লেখা আসে না রঙ্গিন লেখা আসে। ব্যপারটা বুঝতে পারলাম না। নিচে চিত্রের মাধ্যমে সেটিং দেখালাম, এখানে কোন কি পরিবর্তন করতে হবে কিনা দয়া করে যারা জানেন, যদি জানান তাহলে খুব উপকারে আসবে।
আমার চিত্রে দেখানো অংশে ছবি প্রিন্ট করতে কি করতে হবে?
এম এস ওয়ার্ডের লেখার কালো প্রিন্ট করতে কি করতে হবে?
এম এস ওয়ার্ডের লেখার রঙ্গিন প্রিন্ট করতে কি করতে হবে?
আরেকটি কথা কালির লাইনের যে লকটি আছে প্রিন্টার বন্ধ থাকা অবস্থায় এটা কি বন্ধ থাকবে না খোলা থাকবে?
আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।