ভাইরা আমি আনেক দিন দরে কয়েকটি সমস্যয় আছি যদিও এর আগে আমি আপনাদের কাছে সাহায্য চেয়ে কখনও ফিড়ে যাইনি তাই আসা করি এবারও আপনারা আমাকে ফিড়িয়ে দিবেন না।
যাই হোক এবার আসল কথায় আসা যাক।
১/ এটা আমার প্রথান সমস্যাঃ আমি এডবি ফটোসপ সি এস ২ বা এর অধিক ইনিষ্টল করতে পরিনা কারন ইনিষ্ট করার পর ইন্টারনেট-এ নিবন্দন করতে বলে তাই দয়া করে কেউ বলেন এটা কভাবে কি করব।
২/ উইন্ডোসে যেকোন বার্সনে ফোল্ডারে ক্লিক করলে দেখা যায় যে একটি শব্দ হয় কিন্তু আমার কম্পিউটারে শব্দ হয় না এবং বার বার কন্টোল প্লেনেল এই শব্দটি আনতে হয়।
৩/ আমার কম্পিউটার বার বার হ্যাং করে এবং কম্পিউটারের কারেন্টে সুইচ অফ করে আবার অন করতে হয় আর কম্পিউটার আবার চালু করতে হয়।
আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সিয়ন ভাই,
আপনি ভালো কোন এন্টিভাইরাস (আভিরা) দিয়ে পিসি স্কেন করুন । অত:পর নতুন করে XP সেটআপ দিন ।