সবাইকে সালাম, আশা করি সবাই ভাল আছেন
আমার ইসলামী ব্লগিং সাইট কওমী ডট কম এ প্রথমে ওয়েব বিডির ফ্রি হোস্ট ব্যবহার করতাম। কদিন পর ওয়েব বিডি বন্ধ হয়ে যায়।অগত্য ফ্রি হোস্ট বাদ দিয়ে ট্রান্সহোস্ট থেকে হোস্টিং ক্রয় করে সেখানে ডোমেইন সেটাপ করি। কিন্তু বিধিবাম সাইট খুলতে পারিনা। ট্রান্স হোস্টের এডমিনকে ফোন দিলাম। তিনি আমাকে একটা DNS সেটিংস ৮.৮.৮.৮. এবং ৮.৮.৪.৪ এটা সেটাপ করতে বলে। সেভাবে করার পর সাইট খুলতে পারছি। কিন্তু সমস্যা হল এই সেটিংস ছাড়া সাইট ওপেন হয়না। এখন কথা হল আমি আমি না হয় DNS সেটিংস কের সাইট ওপেন করলাম কিন্তু অন্যরা তা কেন করবে বা তা কিভাবে জানবে। এমতবস্থায় আমি প্রচুর ভিজিটর হারাচ্ছি। এখন আমি কি করতে পারি? সঠিক পরামর্শ দিলে ভাল হয়।
আমার সাইট http://www.qawmee.com
আমি qawmee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Managing Director of Shurid IT Limited