জরুরী ভিত্তিতে সাহায্য দরকার (Payable)

প্রিয় টেকি ভাই  ও বোনেরা, আজ আমি আপনাদের  নিকট থেকে একটা বিষয়ের উপর সাহায্য  পাবার আশায় আপনাদের স্মরনাপন্ন হয়েছি। আমি জানি এখানে অনেক মেধাবীর মিলন মেলা। যাই হোক আসল কথায় আসা যাক-

আমার একটা এলসিটি টেলিভিশন আছে যার মডেল নাম্বার হলো philips 42PFL3605/98. এই টিভি টা আমি একটা কম্পিউটারের সাথে HDMI ক্যাবল ব্যবহার করে চালাই। সাধারণত কোন সমস্যা হয় না যখন টিভিটা চলতে থাকে। কিন্তু সমস্যা টা হলো যদি কম্পিউটার টি বন্ধ করি আর টিভি টা Power Connected অবস্থায় থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পর টিভি টা Stand By Mood এ পরিবর্তিত হয়ে যায়। যা পরবর্তীতে আবার যখন কম্পিউটার টা চালু করা হয় তখন আর টিভিটাতে ডিসপ্লে দেখায় না যতক্ষন না পর্যন্ত রিমোট দিয়ে এর পাওয়ার দেয়া হচ্ছে অথবা টিভি থেকে পাওয়ার বাটন চাপা হচ্ছে।

তাহলে বিষয়টা দাড়ালো যে, আমার কম্পিউটর টা বন্ধ হযে যাবার সাথে সাথে আমার টিভিটাও পাওয়ার থেকে ডিসকানেক্ট হতে হবে আবার কম্পিউটার টা চালু হবার সাথে সাথে টিভিটাতে পাওয়ার আসতে হবে।

আমি মনে হয় সমস্যাটা বুঝাতে কিছুটা হলেও স্বক্ষম হয়েছি। এখন আমার দরকার এমন একটি ডিভাইস যেটা কম্পিউটার অফ হলে টিভিটাকে অফ করবে আবার কম্পিউটার অন হলে টিভিটা অন করবে।

ডিভাইসটা হতে হবে সাইজে ছোট যাতে টিভির পিছনে বা উপরে রাখা যায় আর এতে দেখতেও যেন খারাপ না লাগে।

আপনি যদি এরকম কোন ডিভাইস বানানো থাকে তাহলে আমার সংগে যোগাযোগ করতে পারেন আমি এই রকম ডিভাইস এর জন্য পরীক্ষা করার সুযোগ দিতে পারি। আর পরিক্ষায় যদি ডিভাইসটা কার্যকর হয় তাহলে এর মূল্য দিতে আমার কোন আপত্তি নাই।

আমার সাথে এখানে অথবা [email protected] এ যোগাযোগ করতে পারেন।

Level 0

আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ঠিকই বলেছেন , টিটি হলো মেধাবীর মিলন মেলা!! আর আপনি অবশ্যয় সাহায্য ও পাবেন , তবে নিতীমালা ভঙ্গ করে না !

আপনি বিভাগ টি চেন্জ করে “সাহায্য-জিজ্ঞাসা” করে দিন

ইনশাল্লাহ আপনার সমস্যা সমধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।।

Level 0

ধন্যবাদ প্রিন্স মাহামুদ ভাই। আমি যেযেতু টিটি তে পোষ্ট করে অন্যদের উপকার করি তাই আমিও অন্যদের কাছ থেকে উপকার পাবার আশা করি তবে দাবি করি না। টি টি আসলেই আমার অনেক উপকার করেছে। আমার জীবন ধারাই পাল্টে দিয়েছে। ধন্যবাদ টিটি আর এর এডমিন দের । টিকে থাকুক টিটি আজীবন যতদিন এই পৃথিবী আছে।

Level 0

তরঙ্গ আপনাকে অনেক ধন্যবাদ। তবে এই ধরনে লিংক আপনার বোন বা মা কে দিলে তারা আরো খুশি হইতো। দোয়া করি আপনার মা বোন তারাতারি যেন লিংক টা পায় আর ওই ডায়াগ্রাম গুলো প্র্যাকটিস করে আপনাদের মতো মেধাবী সন্তান জম্ন দিতে পারে। আমার কোন পোষ্টে আপনি ভবিষ্যতে কমেন্টস না করলে আরো বেশী খুশি হবো।

@dhruba: Sorry for that . এটা তো “Direct Link is not allowed here” দেখাচ্ছে । Image টা গেল কোথায় ? আমার নেটে বেশি Image আপলোড করার প্রয়োজন পড়ে না । কয়েকমাস আগে আমি এই Free সাইটটিতে ইমেজ আপলোড করেছিলাম । তখন ওখানে ঐধরনের কোন বিজ্ঞাপন দেখি নাই । আর আজকে যখন ওদের হোমপেজে ইমেজটি আপলোড করি তখনও ঐধরনের কোন বিজ্ঞাপন প্রর্দশন করেনি । সেজন্য ব্যাপরটি বুঝতে পারিনি । Sorry for that .

যাইহোক আপনার জন্যে আমার স্লো পিসি আর স্লো নেটে আমি ডায়াগ্রামটি প্রায় একঘন্টা সময় নিয়ে তৈরি করেছিলাম । ব্যাপারটা ভালভাবে বললে আমি ফাইলটি অন্যভাবে আপনাকে দেওয়ার ব্যবস্থা করতাম । ধন্যবাদ ছাড়া কোন টাকা পাওয়ার আশায় আমি সাহয্য বিভাগে আসি না । আর আপনার চমৎকার গালি প্রর্দশনের জন্য আমিই আপনাকে ধন্যবাদ জানাই !! কারণ এরকম বাবা-মা নিয়া চমৎকার গালি প্রর্দশন সবাই করতে পারে না । আর বাবা-মা সবারই আছে এবং তারা সবাই সম্মানীয় । যাইহোক আরও একবার ধন্যবাদ জানাই আপনার গালিতে উপযুক্ত ব্যক্তিদের নির্ধারণের জন্য !! সত্যিই আপনার বাবা-মা আপনাকে সঠিক গালি শিক্ষা দিয়েছে – কি নিয়ে গালি দিতে হবে !! আপনি আপনার বাবা-মায়ের উপযুক্ত মেধাবী সন্তান – আমরা নই !!

ও ! আর কি বলেছেন !! আপনার পোষ্টে কখনও মন্তব্য করবো না !! – উফস আপনার মতো মেধাবী Asshole ব্যক্তির Bullshit মার্কা পোষ্টে মন্তব্য করা তো দূরের কথা পড়ার পর্যন্ত প্রয়োজন হয়নি !!! আজ ভিন্ন অন্যকোনদিন মন্তব্য কি করেছিলাম কখনোও ?!?! একটু দেখাতে কি পারবেন !?!? আর ভবিষ্যতে …………………. হা হা হা হা ….. !!!