সানি ভাই ওয়েব ডিজাইন নিয়ে ২টি টিউন করেছিলেন কিন্তু আমার মনে হয় বাকি রয়ে গেছে কিছু কথা । তা দিয়ে আরও একটি টিউন করা দরকার । ওয়েব ডিজাইনের পর index html and image file কিভাবে পাবলিশ করা যায় তা দিয়ে একটি টিউন কেউ করেন । আমি ওয়েব ডিজাইন এবং ওয়েব হসটিং নাম সব করেছি কিন্তু পাবলিশ করব কিভাবে বুঝতেছিনা কেউ আমাকে সাহায্য করেন আমার মত হয়ত অনেক এই সমস্যয় ভুগছেন । any body আমাকে সাহায্য করেন কিভাবে html এর সাথে image file পাবলিশ করতে হয় । সানি আরো একটি টিউন করেন html এর সাথে image file পাবলিশ সর্ম্পকে ।
আমি শাহাজাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।