স্টুডিওর কাজে ছবি প্রিন্ট করতে একটি প্রিন্টার কিনব । আমি চাই এই প্রিন্টার দিয়ে ছবির কাজ ছাড়াও যেন যে কোন নরমাল কাগজ (সাদাকালো-রঙ্গিন) প্রিন্ট করা যায়। একটি প্রিন্টারে এটা কি সম্ভব? না কি আলাদা (ছবির জন্য একটি এবং নরমাল প্রিন্টের জন্য একটি) কিনতে হবে? আর কোন কোম্পানির কিনব এবং দাম বলতে পাবরলে খুবই উপকার হবে। বাজেট 15000 হাজারের মত।
আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি HP DESKJET 1050 (ALL IN ONE-PrInt/scan/copy) ব্যবহার করছি। আগে যতগুলো ব্যবহার করেছি,তার মধ্যে সবচেয়ে ভালো।
সব কাগজে রঙিন/সাদাকালো প্রিন্ট করা যাবে।
কার্টিজ রিফিল করা যাবে।
বেশ কিছুদিন প্রিন্ট না করলেও কার্টিজের কোনো অসুবিধা হয় না।
আপনি কালার/সাদাকালো জেরক্স বা কপি করতে পারবেন।
অত্যন্ত পয়সা সাশ্রয়ী।
দাম শুনলে আপনার পছন্দ নাও হতে পারে।
৩৫০০-৪০০০ এর মধ্যে।
আমি একবছরের উপরে ব্যবহার করছি।
কোনো সমস্যা নেই।
এখনো কার্টিজ পাল্টানো লাগেনি। 😀