সাহায্যঃ এস.এম.এস এর মাধ্যেম েকান মানুেষর অবস্থান জানা সম্ভব কিনা?

আমি আজ প্রথম আলো ব্লগের একটি পোষ্ট পরলাম যাতে একজন টিউন করেছে যে সে WADJA এর মাধ্যমে এস.এম.এস দিয়ে ঐ লোকের অবস্থান জেনেছেন গুগুল ম্যাপ হতে। কিন্তু আমি চেষ্টা করে পারি নি। এটাই সত্যিই কি সম্ভব কিনা তা আপনাদের কাছে জানতে চাই। এছাড়া ও যদি আপনাদের অন্য কোন পদ্ধতি জানা থাকে আশা করি সবার সাথে শেয়ার করবেন।

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম যায়। আরো অনেক পদ্ধতি আছে

    Abar deri koren keno ?
    taratari bole felen upay ta…

    Agam dhonnobad deoa roilo.

    ভাই প্লিজ একটা কার্যকর পদ্ধতি সবার সাথে শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে।

Level 0

শাকিল ভাই কি দয়া করে যে কোন একটি কার্যকর পদ্ধতি সম্পর্কে বলবেন??? কৃতার্থ হব।

শাকিল ভাই যদি আপনার কোন পদ্ধতি জানা থাকে তবে দয়া করে সবার সাথে শেয়ার করুন। এটা দ্বারা আমরা সকলে উপকৃত হব। কারন অনেক সময় আমাদের মোবাইল ফোন চুরি হয় এবং অনেকে আমাদের সাথে মিথ্যা কথা বলে।

আপনারা যদি বিরক্ত না হন তবে চুরি হওয়া বিষয়ে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই।

আমি ঢাকাতে আমার এক আত্মিয় এর বাসায় বেড়াতে গিয়েছিলাম। কিন্তু তার একদিন পরে ঐ বাসা হতে দুপুর ২ টার সময় একটি মোবাইল হারানো গিয়েছিল। যেহেতু আমার আত্মীয় ছিল ঢাকার একটা নামকরা বালিকা স্কুল এন্ড কলেজের ইংরেজী শিক্ষক। তাই তখন তার বাসায় শুধু ছাত্রীরা প্রাইভেট পড়ার জন্য এসেছিল এবং আমি বাসায় ছিলাম। মোবাইলটা ঠিক তখনই হারানো যায়। আমি এই ব্যাপারে নিশ্চিত কারন ছাত্রীরা আসার ৫ মিনিট আগেও আমি মোবাইলটা দেখেছিলাম। চুরি হবার পর ছাত্রীদের ব্যাগ চেক করা হলা কিন্তু পাওয়া গেল না। (ঐ টা তো আর ব্যাগের মধ্যে রাখে নাই রাখছে শরীরের কোন সংরক্ষিত এলাকায়, মেয়ে বলে সেখানে আর চেক করা গেল না)

কিন্তু আমারা আত্মীয় আমাকেই মনে মনে সন্দেহ করে বসল। আমার খুবই খারাপ লাগল। আমার মনে হয় ঐ দিনটাই ছিল আমার জীবনের অনেক কষ্টের দিন। (কারন আমিতো জানি যে আমি মোবাইলটা নেই নি।)

যদি এই রকম কোন পদ্ধতি জানা থাকত তবে অবশ্যই গুগুল ম্যাপ হতে ট্রাক করে আমি অন্তত চোরের আপবাদ হতে রক্ষা পেতাম।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

চোরের ঠিকানা জানা গেলে ভালো হতো।