টেকটিউনসে আমার নাম পরিবর্তন করে বাংলায় অন্য নাম লিখতে পারছিনা

আমি টেকটিউনসে আমার নাম পরিবর্তন করে বাংলায় অন্য নাম লিখতে পারছিনা। দয়া বলবেন কিভাবে নাম বাংলায় পরিবর্তন যায় নাকি টেকটিউনস কর্তৃপক্ষ এই সুবিদা এখনও দেয় নি তাই সাহায্য দরকার। আর হাসিব ভাই আপকি আমাকে জিমেইল টক থেকে বাদ দিয়েছেন? ধন্যবাদ।

শুব রাত্রি সবাইকে।

Level 0

আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কিন্তু ইউজার নেম পরিবর্তন করতে পারবেন না।তবে টেকটিউনসের দেখানো নেম পরিবর্তন করতে পারবেন।এজন্য প্রোফাইল এ যান তারপর আপনি যে নামটি টেকটিউনসে দেখতে চান তা first name/last name/nick name যেকোন একটিতে লিখে সেভ করুন এবার দেখুন Display name publicly as এ আপনার্ নামটি চলে এসেছে।এবার এটি সিলেক্ট করে সেভ করুন ব্যাস হযে গেল।সমস্যায় পড়লে জানাবেন

    কমেন্ট তো করতে চাই নাই তারপরও আপনার জন্য করতে হল । আপনাকে জিমেইল টক থেকে আমি ইচ্ছাকৃত ভাবে বাদ দেই নি কেননা আমার দিমেইল টকে আপনার ২ টা আইডি সো করেছিল তাই ওখান থেকে একটা আইডি কেটে দিয়েছি । আর আমি গুগলটক চ্যাটের জন্য ব্যবহার করি না । মাঝেমধ্যে মেইল চেক করার জণ্য ওটা খোলা হয় । আশা করি বুঝতে পারছেন ব্যপারটি ।

    কিন্তু আমি বাংলায় আমার নতুন নাম লিখতে পারছিনা

    আপনি যদি বাংলায় টেকটিউনসে নাম সো করতে চান তাহলে আপনাকে অভ্র অথবা বাংলা নামটি কপি করে ওখানে পেস্ট করতে হবে । পরে আপনার বাংলা নামটি ওখানে আসবে ।

ভাই আমার সমস্যা প্রায় একই তবে কিছুটা ভিন্ন ধরণের আমি আমার প্রোফাইল এ সবকিছু পরিবর্তন করে যখন Update Profile এ ক্লিক করি তখনি আমার একাউন্ট থেকে লগ আউট হয়ে যায় এবং আমি আবার টেকটিউনের মূল্পাতায় চলে আসি!!! এই সমস্যাটার কি কোনো সমাধান আছে এর জন্য আমি আমার পাসওয়ার্ড ও পরিবর্তন করতে পারছি না।আর লোগো আউট হবার আগে যা পরিবর্তন করেছিলাম পুনরায় লোগো ইন করার পর তা আর Save হচ্ছে না 🙁