প্রথমে উবন্তুর ৯.১০ পিসিতে সেটাপ দিয়েছিলাম। কিন্তু নানান সমস্যা হওয়ায় সেটা বাদ দিয়ে মোট তিনদিন সময় নিয়ে নেট থেকে উবন্তু ১২.০৪এর Iso ফাইলটা নামিয়ে ডিভিডিতে বার্ণ করে আবারও সেটাপ দেই। ভাবছিলাম এটাতেই থেকে যাব। কারণ ওপেনসোর্সের প্রতি আমারও আগ্রহ প্রচুর। কিন্তু এটাতে যে এত ঝামেলা হবে কে জানত? ৯.১০ এর চেয়ে এটা ১২.৪ টা আমার কাছে অনেক স্লো মনে হচ্ছে। যে পিসিতে এটা সেটাপ দিয়েছি সেটা হল Pentium-4, 512 MB Ram, আর উবন্তুর জন্য10 GB জায়গা।
পরে বাসার আরেকটি পিসিতে, যেটার কনফিগারেশন GigaByte Motherboard, Prosessor DuelCore, 2 GB Ram, আর XP এর পাশাপাশি শুধু উবন্তু সেটাপ দেওয়ার জন্য অলাদাভাবে 30 GB এর একটি খালি ড্রাইভ, সেটায় সেটাপ দিয়েও দেখেছি, একই অবস্থা। কি আজব সমস্যা ? বুঝলাম না ! তাই বেশ কিছু প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। অভিজ্ঞ ভাইয়েরা সহযোগিতা করবেন বলে আশা রাখি।
১. উবন্তু ৯.১০ এ যেমন Application, System ইত্যাদি মেনু থাকে, যেখান থেকে সহজেই যে কোনও প্রোগ্রাম চালু করা যায়, Main Menu তে গিয়ে এডিট করা যায়, উবন্তু ১২.০৪ এ কিন্তু তেমন কিছু নেই। এটায় ইউনিটি প্যানেলের Dash Home গিয়ে প্রোগ্রাম খুঁজে কিংবা সার্চ করে বের করতে হয়, যা অনেকটা বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। প্যানেলও একটা, যা উপরের দিকে থাকে। এসব প্রোগ্রাম উবন্তু ৯.১০ এর মত প্যানেলে সাজিয়ে এবং প্রোগ্রামের শর্টকার্টগুলো ডেস্কটপে এনে রাখা যায় কিভাবে?
২. ডেস্কটপের আইকনগুলো ছোট-বড় করে সাজিয়ে রাখা যায় কি? কিভাবে?
৩. প্যানেলটা উপর থেকে নিচে আনা যায় কেমন করে?
৪. উবন্তু ১২.০৪ নেট থেকে নামিয়ে সেটাপ দেওয়ার পর পরদিন পিসি র্স্টাট করে দেখি ডেস্কটপে ইউনিটি প্যানেল নেই ! পিসি রিস্টার্ট দিলাম, একই প্রমলেম! পরে আবারও নতুন করে সেটাপ দিলাম। পরে পিসি একবার বন্ধ করে আবারও রিস্টার্ট করে দেখি একই অবস্থা !! ইউনিটি প্যানেল নেই ! এটা ছাড়া কাজ করাই সম্ভব না ! এটার কাহিনী কি? এটা এভাবে গায়েব হয়ে যায় কেন? ফিরিয়ে আনা যায় কিভাবে? গত চার-পাচঁ দিন ধরে একই খেলা চলছে ! এসব নিয়ে বাজে অবস্থায় আছি !
৫. CityCell Zoom –AC2726 মডেমটা ইনস্টল করব কিভাবে?
৬. ডিপোজিটরী কি? এটা কি কাজ করে? একটু বিস্তারিত জানতে চাই।
৭. নেটে তো বেশ কিছু রিপোজিটরী পাওয়া যায়, এগুলো ভাল না মন্দ সেটি বুঝব কিভাবে? আমি উবন্তু ১২.০৪ এর জন্য মিডিয়াফায়ার থেকে ৬৮ এমবির একটি রিপোজিটরী নামিয়েছি, এটাতে কোনও সমস্যা আছে কি না বুঝব কেমনে? আর এটার ভেতেরে কি কি ফাইল আছে, সেগুলোর কাজই বা কি, সেটা জানার উপায় কি?
৮. এক ভার্সনের রিপোজিটরী অন্য ভার্সনে কাজ করে কি?
৯. কোডেক এবং মিডিয়া কোডেক কি?
১০. উবন্তুতে একবার সফটওয়্যার সেটাপ দিলে পরে আবারও নতুন করে উবন্তু সেটাপ দিলে তখনও কি নতুন করে ফের একটা একটা করে সফটওয়্যার সেটাপ দিতে হবে? এগুলো ব্যাকআপ করে রাখা যায় কিভাবে?
১১. লিনাক্সে ভাইরাস না-ঢুকার কারণ কি? যখন ইউএসবি পোর্টে কোনও ডিভাইস কিংবা পেনড্রাইভ লাগাবো সেটাতে ভাইরাস আছে কিনা বুঝব কিভাবে?
১২. নেট থেকে কোনও কিছু ডাউনলোড দিলে সেই ফাইল কিংবা ফোল্ডারে ভাইরাস আছে কি না বুঝার উপায় কি? যদি থাকে তখন করনীয় কি?
১৩. আইডিএম এর মত কোনও ডাইনলোড ম্যানেজার ব্যবহার করা যাবে কি? যাতে রিসিউমসহ ডাউনলোড করা যায়?
১৪. XP এর সাথে উবন্তু সেটাপ দিলে, ধরা যাক পিসিতে ড্রাইভ আছে মোট ৬ টা, XP আছে C ড্রাইভে, উবন্তু দিতে চাই H ড্রাইভে, সম্ভম? একবার ৯.১০ এভাবে সেটাপ দিয়েছিলাম, কিন্তু বুট করতে পারি নি। বুট হওয়ার সময় বার-বার এরর দেখাল কেন?
১৫. XP এর সাথে উবন্তু সেটাপ দিলে XP তে থাকাকালীন উবন্তুর ড্রাইভটি গায়েব হয়ে যাওয়ার কারণ কি? XP থেকে উবন্তুর ড্রাইভটি দেখা কি সম্ভব নয়? হলে সেটা কিভাবে?
১৬. আবার যে ড্রাইভে উবন্তু সেটাপ দিলাম, পরে যে কোনও কারণে এই ড্রাইভ থেকে উবন্তু বাতিল করে ড্রাইভটি ফিরিয়ে আনতে মন চাইল, পিসির অন্যান্য ড্রাইভের কোনো রকম ডাটা এবং পার্টিশন লস ছাড়া, এক কথায় পিসিকে ঠিক আগের অব্স্থায় ফিরিয়ে আনতে চাই, সেটা কিভাবে করা যায়?
১৭. উবন্তুতে থাকাকালে এক্সপিতে কাজ করা এমন কোনও ফাইল কিংবা ফোল্ডারে কাজ করলে পরে সেটা আবার এক্সপিতে গিয়ে কাজ করতে কোনও সমস্যা হবে কি?
১৮. সফটওয়্যার সেটাপ দিলে সেগুলো কোন ফেল্ডারে পাব ?
১৯. সেটাপের পর কোনো সফট আনইনস্টল করতে হয় কিভাবে?
২০. উইন্ডোজে যেমন Progam File, Windows ইত্যাদি থাকে লিনাক্সের বেলায় সেটি কেমন?
২১. লিনাক্সের একেক ডিস্ট্রো একেক রকম কেন? ধরা যাক আমি উবন্তু ৯.১০ অথবা ১২.৪ এ কাজ করলাম, কিন্তু অন্য কোথাও, ধরা যাক সেটি চাকরির ক্ষেত্রেই, সেখানে মিন্ট কিংবা ফেডোরায় কাজ হয়, তখন কি সমস্যায় পড়ব না ? কিংবা উবন্তুর নতুন সংস্করণে কাজ হচ্ছে তখন?
প্রশ্ন অনেক হয়ে গেল। কি করব বলুন, খুব মুচিবতে আছি যে! জানি এটা দেখে অনেকেই বিরক্ত হবেন। তবে প্লিজ, কেউ এসে যদি উদ্ধার করেন কৃতজ্ঞ থাকব। একটু বিস্তারিত বললে উপকৃত হব।
সবার জন্য অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।;)::
আমি নির্জন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল যে কোনও বিষয়ের প্রতিই আগ্রহ আছে; আছে কৌতূহল। শিখতে চাই প্রতিনিয়ত, সেটা যত ছোট বিষয়ই হোক না কেন। নিজে যেটুকু জানি, কেউ জানতে চাইলে মনখুলে তা বলি। অপরের মতের প্রতি শ্রদ্ধা রাখি পরিপূর্ণভাবে। ভালবাসি বাংলাকে, এই দেশকে; নিজেকে তো অবশ্যই।