আমার একটা ব্লগার কাস্টম ডোমেইন প্রয়োজন!!

আসসালামু-আলাইকুম,

প্রথমেই আমি টেকটিউনস এর অ্যাডমিন এবং মোডারেটর এর কাছে ক্ষমা চাইছি, কারন এই ধরনের টিউন করার জন্য।

আমি যদি আমার কথাটা হেল্পলাইন এ বলতাম তাহলে হইত যথা সময়ে উত্তরটা পেতাম না, এ জন্য আমি টিউন এর মাধমে প্রকাশ করলাম।

কাজের কথাই আসি...

আমার একটা ওয়েবসাইট আছে ব্লগে, আমি সেটা কে .COM বানাতে চাই। সত্যি বলতে এখন আমার নিজের সামর্থ্য আছে একটা .COM ডোমেইন কেনার। অনেক কষ্টে অদেস্ক এ কাজ করে কিছু টাকা জমাইচি আর কি!

আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন...।

কিছু দিন আগে ব্লগার কাস্টম ডোমেইন নিয়ে অনেকেই টিউন করেছিলেন, তখন প্রয়োজন মনেকরি নাই, এজন্য দুখিত।

কিন্তু আমার এখন খুব দরকার, যারা ডোমেইন বিক্রি করেন তারা আমার সাথে যোগাযোগ করুন দয়া করে। টাকা ফ্লেক্সিলোড এর মাধমে পাবেন।

ডোমেইন এর দাম এবং মোবাইল নাম্বার টা দিয়েন, মন্তব্য এর মাধমে।

আমার ফোন নাম্বার" ০১৭২৮৩৩৮৭৬৫

জি-টক" alamin2.kg

*****ভাল থাকুন এবং আপনার পাশের মানুষটিকে ভাল রাখুন******

আল্লাহ হাফেয।

Level 0

আমি মোঃ আল-আমিন হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওযু- হল, নামাযের চাবি, এবং নামায হল বেহেস্তের চাবি । নামায পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে, আসুন আমরা সকলেই নামায পড়ার জন্য চেষ্টা করি......।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা ডোমেইন নিতে পারবেন । যোগাযোগ করতে পারেন ।

Boss আপনাকে ধন্যবাদ , আমার এই বিপদে সাহায্য করার জন্য, কিন্তু আপনার ফোন নাম্বার কথাই?

আমি গতকাল ডোমিন নিয়েছি। আমি ব্লগারকে host করেছি। আপনি চাইলে সালেহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সালেহ ভাইয়ের মোবাইল নং তার সাইটে দেওয়া আছে। http://www.socheaphost.com আপনি চাইলে আমার ব্লগটি দেখতে পারেন।আমার ব্লগের ঠিকানা । http://www.tipsbazar.com