প্রথম ওডেস্কে কাজ পাইলাম, কিছু সমস্যায় পরলাম। সাহায্যের জন্য টেকটিউনস এর শরনাপন্ন হলাম।

প্রথমেই একটা শুসংবাদ জানাবো। সবাই তো টাইটেল দেখে ফেলেছে তো এখন বুঝলেনি। প্রায় ২ মাস পরে প্রথম বিড করে কাজ পেয়েছি। খুবি খুশি লাগছে। তবে ভয় ও হচ্ছে শেষ পর্যন্ত কাজটা ভালভাবে শেষ করতে পারবো? ইতিমধ্যে ১টা সমস্যায় পরলাম। কাজে কন সমস্যা নাই সমস্যা হল রিপোর্ট সাবমিট করা নিয়া। আমার কাজ হল ডাটা এন্ট্রি। আর এইটার রিপোর্ট ১টা এক্সেল সিট দিয়ে সাবমিট করা লাগে। যে এক্সেল সিটে date,user name,url of the question,expert name,solution of the answer ফরমেটে ডাটা গুলো কপি পেস্ট করে দিতে হবে। আমি নরম্যালি এক্সেলের কাজ জানিনা তাই এমন একটি সিট বানাতে খুব অসুবিধা হচ্ছে। আমি একেকটা সেলে সব কিছুই দিয়েছি। সলিউশন টা অনেক বড় বাক্য হয়ে যায়,তাই লাইন ঠিক রাখতে পারছিনা। অনেক বড় এক্সেল সিট হয়ে যায়। আমাকে কেউ একটু সাহায্য করুন। আমার প্রথম কাজ পেতে আমাকে কেউ হেল্প করুন। অনেক খুশি হব।

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস