ভাই চরম বিপদে পড়ছি। মোবাইল থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে হবে আরেকজনের সাথে কিন্তু কি করে করবো বা কোন জায়গায় করবো এব্যাপারে কিছুই বুঝতে পারছিনা। কপাল খারাপ তাই পিসি টা নষ্ট। অথচ ভিডিও টা পাঠানো খুবই জরুরী। আছেন কেও এব্যাপারে অভিজ্ঞ?
প্লীজ ভাই উদ্ধার করেন এই বিপদ থেকে। আমি এখন পর্যন্ত ফেবু, মিডিয়াফায়ার, আর ইউটিউব এ ট্রাই করেছি। তার মধ্যে ফেবু তে ভিডিও শেয়ার করার কোনও অপশন ই নাই। মিডিয়াফায়ার এ কিছুই করতে পারিনাই। আর ইউটিউব এ আপলোড করলে সেটার প্রাইভেসি থাকবে তো? আমি চাচ্ছি ভিডিও টা আমি যাকে দেব তিনি ছাড়া যেন আর কেও না দেখতে পারে।
এছাড়া আর কোনও উপায় আছে? আরেকটু সহজ?
আমি বোকা ডাকু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nObOdY iS pErFeCt. i'M nObODy