গত পর্বে আমি একটি ওয়েবসাইট তৈরি সমন্ধ্যে সাহায্য চেয়েছিলাম এবং সেখানে আনেকেই আমাকে সাহায্য করতে আগ্রহী হয়েছিল আর তাদের বেশীর ভাগ বলেছে বিস্তারীত লেখতে তাই এই টিউন করলাম। চা-এর অর্ডার নেয়া বাদ দিলাম। ওয়েবসাইট পুর বাংলায় থাকবে।
আমি যেহেতু বলেছি যে ওয়েবসাইটি আনেকটা টেকটিউন-এর মত হবে এবং সেখানে বাংলা ও ইংলিশ উভয় লেখা ও পড়া যাবে। সেখানে আমি চেট করার পদ্যতিও দিতে চাই যাতে সবাই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে এখানে ছাত্রছাত্রীদের প্রথমে সাইন আপ করতে হবে আর এখানে প্রথমে একটি বড় বোর্ড থাকবে যেখানে স্যার ছাত্রছাত্রীদের শিক্ষা দেবে বোর্ড-এর নিচে ছাত্রছাত্রীদের লিখার জন্য জায়গা থাকবে তারা বাংলা, ইংলিশ উভয় লিখতে পারবে। সপ্তাহে ক্লাস চলবে ৩দিন। ক্লাস শুরুর প্রথমেই বাম পাশে "উপস্থিত খাতা" লেখায় ক্লিক করলে একটি খাতা আসবে যেখানে দেখা যাবে কোন কোন ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে। এ সময় যদি কোন ছাত্রছাত্রী বাসায় কারেন চলে যায় তবে সব পড়া তার একাউন্ট এ সেভ হয়ে যাবে যা সে পরে দেখতে ও ডিলিট করতে পরবে। সব ছাত্রছাত্রী একটা করে একাউন্ট থাকবে যেখানে সে সব কিছু সেভ করতে পারবে প্রয়োজনে সেয়ার করতে পারবে। এখানে সাইন আপ করার সময় কে কোন ক্লাস, কোন স্কুল, বয়স কত, ছেলে না মেয়ে সব কিছু দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ ছাড়া ভিজিটও করা যাবে এবং স্যার কি কি পড়াচ্ছে , ছাত্রছাত্রী কি উত্তর দিচ্ছে সেগুলো দেখা যাবে। সব মিলিয়ে সাইটটির নাম হবে funenglish.com
বি:দ্র: আমার ওয়েবসাইট তৈরি সমন্ধ্যে কোন জ্ঞান নেই ।
আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে।
আসলে ঠিক একই ইচ্ছা আমারও অনেক দিন ধরেই ছিল।কিন্তু সময় হয়ে ওঠেনি। তাই আপনি চাইলে ইংলিশ বা বাংলা শেখার ওয়েব সাইট তৈরীর জন্য পুরোটাই আমি হেল্প করতে পারি!!!। এমনকি ডোমেইন,হোস্টিং এবং ডিজাইন (যেহেতু আমি ডোমেইন-হোস্টিং এর বিজ্নেস্ করি এবং ওয়েব ডিজাইনার্ ) তাই সব কিছুরই ব্যবস্থা করতে পারবো। তবে এর পরেও হয় তো আপনাদের সবার সহযোগীতা লাগতে পারে। যাই হোক আমি আগ্রহী।
তবে যদি হেল্প করতে হয় তা হলে সামনের বছরের প্রথম দিকে(ফেব্রুয়ারীরতে) করতে পারবো।কারন অনেক বিজি্ আছি তো তাই।