অনেক আশা করে উবন্তু 9.10 সেটাপ দিয়েছিলাম। ভাবছিলাম এটাতেই থেকে যাব। কারণ ওপেনসোর্সের প্রতি আমারও আগ্রহ প্রচুর। কিন্তু এটাতে যে এত ঝামেলা হবে কে জানত? তারপরও নিজেই অনেকটা ঘাটাঘাটি করে শেখার চেষ্টা করছি। কিন্তু এখন মনে হয় আর সম্ভব না। তাই বেশ কিছু প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। অভিজ্ঞ ভাইয়েরা সহযোগিতা করবেন বলে আশা রাখি।
১. বেশ কয়েকভাবে অনেকবার চেষ্টা করার পরও মডেমটা কানেক্ট করতে পারছি না। মডেমটা হল CityCell Zoom –AC2726. এটা নিয়ে খুব বাজে অবস্থায় আছি। এটা ছাড়া তো কোনও কাজই করতে পারছি না। কি করি বলুন তো?
২. ডিভিডি রমে ডিভিডি ঢুকালে সেটা বের করতে হলে ডিভিডির আইকনের উপর ক্লিক করে Eject এ ক্লিক করে বের করতে হয়। CPU এর সাথে লাগানো ডিভিডি রম বাটন সে সময় কাজ করে না। কেন?
৩. ডেস্কটপের আইকন ছোট-বড় এবং এগুলোর মধ্যে গ্যাপ বাড়ানো এবং কমানো যায় কিভাবে?
৪. ডিপোজিটরী কি? এটা কি কাজ করে? একটু বিস্তারিত জানতে চাই।
৫. কোডেক এবং মিডিয়া কোডেক কি?
৬. উবন্তুতে একবার সফটওয়্যার সেটাপ দিলে পরে আবারও নতুন করে উবন্তু সেটাপ দিলে তখনও কি নতুন করে ফের একটা একটা করে সফটওয়্যার সেটাপ দিতে হবে? এগুলো ব্যাকআপ করে রাখা যায় কিভাবে?
৭. লিনাক্সে ভাইরাস না-ঢুকার কারণ কি? যখন ইউএসবি পোর্টে কোনও ডিভাইস কিংবা পেনড্রাইভ লাগাবো সেটাতে ভাইরাস আছে কিনা বুঝব কিভাবে?
৮. নেট থেকে কোনও কিছু ডাউনলোড দিলে সেই ফাইল কিংবা ফোল্ডারে ভাইরাস আছে কি না বুঝার উপায় কি? যদি থাকে তখন করনীয় কি?
৯. আইডিএম এর মত কোনও ডাইনলোড ম্যানেজার ব্যবহার করা যাবে কি? যাতে রিসিউমসহ ডাউনলোড করা যায়?
১০. হার্ডডিস্কে ডুয়েল বুট থাকলে উবন্তু চালালে তখন এক্সপির সব ফাইল ফোল্ডারে কাজ করা যায়, কিন্তু এক্সপিতে থাকলে পুরো উবন্তুর পার্টিশনই উধাও হয়ে যায় কেন?
১১. উবন্তুতে থাকাকালে এক্সপিতে কাজ করা এমন কোনও ফাইল কিংবা ফোল্ডারে কাজ করলে পরে সেটা আবার এক্সপিতে গিয়ে কাজ করতে কোনও সমস্যা হবে কি?
১২. VLC অফলাইন সফটটা ডাউনলোড করে ভালভাবেই সেটাপ দিয়েছি। কিন্তু পরে সেটা নেটে থাকা অবস্থায় কোনও সমস্যা হবে কি?
১৩. লিনাক্সের একেক ডিস্ট্রো একেক রকম কেন? ধরা যাক আমি উবন্তু ৯.১০ এ কাজ করলাম, কিন্তু অন্য কোথাও, ধরা যাক সেটি চাকরির ক্ষেত্রেই, সেখানে মিন্ট কিংবা ফেডোরায় কাজ হয়, তখন কি সমস্যায় পড়ব না ? কিংবা উবন্তুর নতুন সংস্করণে কাজ হচ্ছে তখন? একটু বিস্তারিত বললে উপকৃত হব।
আমি নির্জন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল যে কোনও বিষয়ের প্রতিই আগ্রহ আছে; আছে কৌতূহল। শিখতে চাই প্রতিনিয়ত, সেটা যত ছোট বিষয়ই হোক না কেন। নিজে যেটুকু জানি, কেউ জানতে চাইলে মনখুলে তা বলি। অপরের মতের প্রতি শ্রদ্ধা রাখি পরিপূর্ণভাবে। ভালবাসি বাংলাকে, এই দেশকে; নিজেকে তো অবশ্যই।