আমার নতুন নেটবুক এ xp সেটাপ দেয়ার পর কাল একটা মিডিয়া প্লেয়ার সেটাপ দেয়ার পর যখন দিতিয়বার অন করতে গেছি তখন ওয়েলকাম স্ক্রিন এসে আর কিছু হচ্ছেনা। মাইস নড়াচড়া করে কিন্তু
কাজ করেনা, কি-বোর্ড এর একটা কি ও কাজ করে না, এমনকি পাওয়ার বাটন চাপলেও কিছু হয় না। শেষ পরজনতো ব্যাটারি খুলে পাওয়ার অফ করতে হচ্ছে। :((
নেটবুকটাতে যেহেতু CD রম নেই তাই পেনড্রাইভ থেকে নতুন করে XP দিতে হবে। কিভাবে এক্সপি দিব পেনড্রাইফ থেকে + কেউ কি জানাবেন কিভাবে এই সমস্যা থেকে মুক্ত হতে পারি??
আমি উজ্জল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমে pendrive টিকে bootable করে নিন নিচের নিয়ম অনুযায়ী…..
http://iamsamer.blogspot.com/2011/10/create-bootable-usb-pen-drive-for.html
এরপর pen drive এ XP এর সব ফিলে কপি করে নিন।
BIOS থেকে বুট মেনু USB/Harddisk নির্বাচন করুন।
বাকি পদ্ধতি cd থেকে setup দেয়ার মতই।