নিজের ব্যক্তিগত আর প্রফেশন- এই দুই মিলিয়ে পিসিতে কাজ করতে হয় প্রচুর। তাই আর যাই করি- পিসিতে কাজ করে নিয়মিত ব্যাকআপ রাখত ভুল করি না। এটা করতেই হয়। কিন্তু গত মাস দু’য়েক ধরে নানানমুখী কাজের ব্যস্ততা ও ঝামেলার কারণে কেন জানি এই গুরুত্বপূর্ণ কাজটি-ই ঠিকঠাকভাবে করা হয়ে উঠে নি। প্রতিদিন-ই একবার করে নিয়ত করি, আজকে একবার সময় করে ব্যাকআপটা নিয়ে নিব। কিন্তু সেই সময়টা আর হয় না! ঝামেলা একটা না-একটা পেছনে লেগেই থাকে !!
অবশেষে দিনের কাজ শেষে মনস্থির করলাম সন্ধ্যার পর আবারও নতুন করে, যতগুলো ফাইল ও ফোল্ডারে কাজ হয়েছে, সবগুলোর ব্যাকআপ নেওয়া শুরু করব। কিন্তু আমি কি জানতাম আমার জন্য এমন একটা অস্বাভাবিক পরিস্থিতি ওঁৎ পেতে আছে !
সন্ধ্যার পর পিসিটা চালু করেই দেখি পিসিতে মোট ড্রাইভ আছে দু’টো (C এবং D)। অথচ পিসিতে মোট ড্রাইভের সংখ্যা ৬টি। ধারাবাহিকভাবে বাকি চার-চারটি ড্রাইভ-ই গায়েব ! সঙ্গে-সঙ্গে মাথায় হাত ! মাথায় বাজ পড়ার মত অবস্থা !...
... তারপর কত চেষ্টা-তদ্বির করে যে একে-একে ডাটাগুলো উদ্ধার করতে হয়েছে, আল্লাহ মালুম ! নইলে যে কি মুচিবতে পড়তে হত, এখনও ভাবলে... !!! অবশেষে পুরো পিসিটাই ফরম্যাট দিয়ে নতুন করে আবারও অপারেটিং সিস্টেম সেটাপ দিতে হয়েছে ।
আমার সাধের পিসিটা শেষপর্যন্ত আমার সাথেই এই আচরণটা করল ? কেন করল ? আমার বোধে আসে না । আপনারা বলতে পারেন কেন এমনটি করল ?
আমি Pantho Shrabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vhoot dhore silo.