প্রত্যেকবার PC সেট-আপ দেবার পরে শুরু হয় নতুন যন্ত্রণা.....নতুন করে সব সফটওয়্যার ইন্সটল করতে হয়...... সত্যি বলছি এ এক মহা বিরক্তিকর কাজ। তাই আমি সফটওয়্যারগুলোর পোর্টেবল ভার্সন ইউজ করতে চাই, কিন্তু সমস্যা হল....... কি করে একটা সফটওয়্যার-এর পোর্টবল ভার্সন তৈরী করতে হয় সেটা আমার অজানা.......
তাই, আপনারা যদি উপায়টা জানেন প্লিজ আমাকে জানান......
আপনাদের টিপস এর অপেক্ষায় থাকলাম......... সবাই ভালো থাকবেন।
আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....
পোর্টেবল ভার্সন তৈরী করা নিয়ে কেউ একজন টিউন করেছিল আপনি ওই টিউনটা খুজে দেখেণ ।আর download portable software লিখে গুগলে সার্চ দেন অনেক সফটওয়্যারের পোর্টেবল ভার্সন পাবেন।ভাল থাকবেন