সাহায্যঃ টিনটিন, মঈন, হাসিব, মামুন, শাকিল ও আন্যান্য ভাই-বেরাদারদের বলছি……

প্রত্যেকবার PC সেট-আপ দেবার পরে শুরু হয় নতুন যন্ত্রণা.....নতুন করে সব সফটওয়্যার ইন্সটল করতে হয়...... সত্যি বলছি এ এক মহা বিরক্তিকর কাজ। তাই আমি সফটওয়্যারগুলোর পোর্টেবল ভার্সন ইউজ করতে চাই, কিন্তু সমস্যা হল....... কি করে একটা সফটওয়্যার-এর পোর্টবল ভার্সন তৈরী করতে হয় সেটা আমার অজানা.......

তাই, আপনারা যদি উপায়টা জানেন প্লিজ আমাকে জানান......

আপনাদের টিপস এর অপেক্ষায় থাকলাম......... সবাই ভালো থাকবেন।

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোর্টেবল ভার্সন তৈরী করা নিয়ে কেউ একজন টিউন করেছিল আপনি ওই টিউনটা খুজে দেখেণ ।আর download portable software লিখে গুগলে সার্চ দেন অনেক সফটওয়্যারের পোর্টেবল ভার্সন পাবেন।ভাল থাকবেন

আপনি Hiren’s boot cd software try করে দেখতে পারেন। নতুন করে windows setup এবং তারপরে software setup এর বিরক্তিকর অথচ মূল্যবান সময় নষ্টর হাত থেকে রক্ষা পাবেন। ভাল থাকবেন।

……..ধন্যবাদ……….

আমি আমার সলিউশন বলছি এটি আমি অন্য একটি ব্লগে পেয়েছিলঅম এর জন্য কমপক্ষে একটি টিউনের প্রয়োজন । অনেকেই এই টিউনটি খারাপ চোখে নিবে । তবে কারও যদি প্রয়োজন হয় অবশ্যই আমি এই বিষয়টি নিয়ে টিউন করব । হয়ত আজকেই করতে পারব যদি অনেকের সম্মতি পাই ।

    জলদি করো মিয়া ……এত কথার কি দরকার???

    Level 0

    Lets go.
    Have a Good Day

নিচের লিংকের পোর্টেবল সফটওয়ারটি কষ্ট করে ডাউনলোড করুন। পেনড্রাইভ থেকে একটি সফটওয়ার ডাউনলোড করলেই সব কাজ শেষ। কারন এতে একই সাথে আপনি পাবেন বাজারের সেরা ২৬৫টি ফ্রি পোর্টেবল সফটওয়ার কালেকশন।
https://www.techtunes.io/download/tune-id/11529/
বিশ্বাস করুন আর নাই করুন। এর চেয়ে ভালো কোন উপায় নেই।

    সহমত নই। এই ২৬৫টি ফ্রি সফটওয়্যার আমার সবকিছু কভার করেনা।

    কামরুল ইসলাম ভাই। এখানে আপনার সম্পূর্ন প্রয়োজনের কথা বলা হয়নি। বলা হয়েছে উইন্ডোজ সেটআপ দেয়ার পর অসংখ্য সফটওয়ার ইন্সটলের ঝামেলার ব্যাপারে।(কোনটা রেখে কোনটা ইন্সটল করি)
    তাই আমি বলেছিলাম তখনকার জন্য ২৬৫ টি সফটওয়ারই যথেষ্ট কারন……আপনি অবশ্যই জানেন দুনিয়ার খুব কম ব্যক্তিই আছেন যিনি উইন্ডোজ সেটআপের সাথে সাথেই ২৬৫টি সফটওয়ার আলাদা ভাবে ইন্সটল করার ধৈর্য রাখেন।
    আর এক্ষেত্রে আমার সমাধান হচ্ছে…. আমার দেয়া সেই সফটওয়ার যা একবার ইন্সটল করলেই আপনি পাবেন বাজারের সেরা ২৬৫টি সফটওয়ার কালেকশন।…………আশা করি সমাধানটি বুঝতে পারছেন।

কি করে একটা সফটওয়্যার-এর পোর্টবল ভার্সন তৈরী করতে হয়?
Thinstall Virtualization Suite সফটওয়্যারটি নিচের লিংক হতে নামিয়ে নিন ।
http://depositfiles.com/en/files/5458998

এরপর একে Extract করে সেটআপ দিন ।
আশা করছি বাকি কাজটুকু সফটওয়্যারটির Documentation হতে উদ্ধার করতে পারবেন ।

Level 0

ভাই পোর্টেবল ভার্সন ত পিসি কে স্লো করে, আপনি ইকবাল ভাইয়ের কথা শুনুন,
আমি উইন্ডোজ কখন ইন্সটল করেছি হিসেব নেই,হিরেন বুট সিডি বা Acronis True Image Bootable সিডি থাকলে ত চিন্তা না করার কথা,আমি ব্যক্তিগতভাবে Acronis True Image Bootable সিডি ব্যবহার করি। প্রতি ১৫ দিন অন্তর সি ড্রাইভ পুরাটা বেকআপ করে রাখি এর দ্বারা। মাত্র ১৫-২০ মিনিট লাগে সি ড্রাইভ কে আগের জায়গায় ফেরত দিতে,ফলে উইন্ডোজ ও সফটওয়ার ইন্সটল করার ঝামেলা থেকে যেমনি আপনি বাচঁলেন তেমনি এন্টিভাইরাসও পুনরায় আপডেট করতে হবে না।
আমার কম্পিউটারে বেকআপ করে রাখা (আপডেটকৃত এন্টিভাইরাস সহ) সব সফটওয়ারের বেকআপ করে রাখা সি ড্রাইভ আমার বন্ধুদের পিসি তে রিস্টোর করে দিলেও দেখি সুন্দর ভাবে কাজ করে (শুধু সাউন্ড ও মাদারবোর্ডের ড্রাইভার পুনরায় ইন্সটল করতে হয়)__ আর এইসব ব্যাপার হয় মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে।কি উইন্ডোজ ইন্সটল ,কি সফটওয়ার ইন্সটল !
আমার এখনও এই কথা শুনলে হাসি পায় যে,কস্ট করে উইন্ডোজ ইন্সটল করতে হয় কাউকে, তাও এই যুগে !!!! কেননা আমি ইন্সটল করিনা রিস্টোর করি !!!

    sohel ভাই আমি আপনার কাছ থেকে নতুন একটি জিনিষ শিখলাম তা হল পোর্টেবল ভার্সন পিসিকে স্লো করে । তবে আমার কখনই এইরকম মনে হয় নাই ।

    Level 0

    দুঃখিত আসলে পিসি নয় , সফটওয়ারটি চালু করতে সময় লাগে যেমন আমার কাছে এডোবির ফটোশপ এর পোর্টেবল আছে,এই পোর্টেবল চালাতে যত সময় নেয় ইন্সটল করে চালালে তার অর্ধেক সময় নেয়…