গত এক সপ্তাহ ধরে আমার পিসিটা কাজ করার মাঝেই হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তারপর সাথে সাথে আবার পিসিটা চালু করলে ৪-৫ সেকেন্ড চলার পরই বন্ধ হয়ে যায়। পরে ১৫-২০ মিনিট বিরতি দিয়ে চালু করলে বেশ ভালভাবেই চলে। কিন্তু কখনো এই অবস্থায় ৩০ মিনিট, কখনো ২ ঘন্টা একটানা চলে।
ভাবলাম পিসিতে ভাইরাস আছে তাই নতুন করে উন্ডোজ সেটাপ দিয়েও দেখেছি। একই অবস্থা। আজকে কুলিং ফ্যান এবং প্রফেসরের মাঝামাঝি হিটসিংক এ হাত দেখি আগুনের মত গরম । পরে দেখি এটা যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ ভাল চলে, কখনো ১০ মিনিট, কখনো ২০ মিনিট, কখনো ১-২ঘন্টা। কি করব বুঝতে পারছি না ! খুব বাজে অবস্থায় আছি। প্লিজ কেউ একটু উদ্ধার করেন ভাই...
(আরেকটি কথা, বিদ্যুতের ভোল্টেজের কারণে এমনটি হয় কি?)
আমি নির্জন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল যে কোনও বিষয়ের প্রতিই আগ্রহ আছে; আছে কৌতূহল। শিখতে চাই প্রতিনিয়ত, সেটা যত ছোট বিষয়ই হোক না কেন। নিজে যেটুকু জানি, কেউ জানতে চাইলে মনখুলে তা বলি। অপরের মতের প্রতি শ্রদ্ধা রাখি পরিপূর্ণভাবে। ভালবাসি বাংলাকে, এই দেশকে; নিজেকে তো অবশ্যই।
প্রসেসরকে যে ফ্যনটা কুল করে সেটা ঠিক আছেকি?