কাজ করার মাঝেই পিসিটা বার-বার বন্ধ হয়ে যায় । কেউ উদ্ধার করবেন প্লিজ…

গত এক সপ্তাহ ধরে আমার পিসিটা কাজ করার মাঝেই হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তারপর সাথে সাথে আবার পিসিটা চালু করলে ৪-৫ সেকেন্ড চলার পরই বন্ধ হয়ে যায়। পরে ১৫-২০ মিনিট বিরতি দিয়ে চালু করলে বেশ ভালভাবেই চলে। কিন্তু কখনো এই অবস্থায় ৩০ মিনিট, কখনো ২ ঘন্টা একটানা চলে।

ভাবলাম পিসিতে ভাইরাস আছে তাই নতুন করে উন্ডোজ সেটাপ দিয়েও দেখেছি। একই অবস্থা। আজকে কুলিং ফ্যান এবং প্রফেসরের মাঝামাঝি হিটসিংক এ হাত দেখি আগুনের মত গরম । পরে দেখি এটা যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ ভাল চলে, কখনো ১০ মিনিট, কখনো ২০ মিনিট, কখনো ১-২ঘন্টা। কি করব বুঝতে পারছি না ! খুব বাজে অবস্থায় আছি। প্লিজ কেউ একটু উদ্ধার করেন ভাই...

(আরেকটি কথা, বিদ্যুতের ভোল্টেজের কারণে এমনটি হয় কি?)

Level 0

আমি নির্জন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল যে কোনও বিষয়ের প্রতিই আগ্রহ আছে; আছে কৌতূহল। শিখতে চাই প্রতিনিয়ত, সেটা যত ছোট বিষয়ই হোক না কেন। নিজে যেটুকু জানি, কেউ জানতে চাইলে মনখুলে তা বলি। অপরের মতের প্রতি শ্রদ্ধা রাখি পরিপূর্ণভাবে। ভালবাসি বাংলাকে, এই দেশকে; নিজেকে তো অবশ্যই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রসেসরকে যে ফ্যনটা কুল করে সেটা ঠিক আছেকি?

আপনার পিসির Power Supply এর সমস্যা । Power Supply টি চেঞ্জ করেন – তাহলেই ঠিক হয়ে যাবে । নতুন পাওয়ার সাপ্লাই এর দাম ৬৫০ টাকা ।

    @তরঙ্গ: এটা টেস্ট করে দেখব কিভাবে? পাওয়ার সাপ্লাই রিপেয়ার করা যায় না? পাওয়ার সাপ্লাইল লাগালে ঠিক হয়ে যাবে তো? খুব খারাপ অবস্থায় আছি ভাই।

      @নির্জন আহমেদ: এই সমস্যাটি ৯৫% ক্ষেত্রে হয়ে থাকে পাওয়ার সাপ্লাই এর কারণে আর বাকি ৫% ক্ষেত্রে হয়ে থাকে মাদারবোর্ডের প্রসেসরের পাশে বিদ্যমান ক্যাপাসিটরগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে । সাধারণত MSI মাদারবোর্ড ছাড়া অন্য ব্রান্ডের মাদারবোর্ডগুলোর ক্যাপাসিটার সহজে নষ্ট হয় না । আপনার মাদারবোর্ডটি কোন ব্রান্ডের ??

Esonic মাদারবোর্ডটি যেহেতু বেশিদিন হলে বাজারে আসেনি – সেহেতু এত তাড়াতাড়ি এটার ক্যাপাসিটর সমস্যা হওয়ার কারণ দেখছি না । এটা আপনার পাওয়ার সাপ্লাই এর সমস্যা । আপনি পাওয়ার সাপ্লাইটি পরিবর্তন করেন – তাহলেই ঠিক হয়ে যাবে ।

    @তরঙ্গ: দেখছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আরেকটি কথা, কোন মাদারবোর্ডের সাথে কি পরিমাণ র‌্যাম সাপোর্ট করে, কতটুকৃ প্রসেসর লাগবে এটা বুঝার একটা সলিউশন দিলে উপকৃত হতাম। মোটকথা পিসি আপগ্রেড করতে চাইলে কিভাবে, কেমন করে করতে হবে?

***আপনি আপনার পিসির মাদারবোর্ড এর মডেল নাম্বার নিয়ে অনলাইনে গুগুলে সার্চ করে দেখুন।তাহলে আপনি সলিউশন পেয়ে যাবেন।
***আর আপনি আপনার কাজের ধরন অনুযাই পিসি আপগ্রেড করতে পারেন।আপনি নরমাল উজার নাকি গ্রাফিক্স এর কাজ করবেন,তার উপর ভিওিকরে পিসি আপগ্রেড করতে পারেন।

1-নরমাল উজার হলে পিসি আপগ্রেড করে টাকা নষ্ট করে লাভ নেই।

2-গ্রাফিক্স এর কাজ করলে-
* ৮ জিবি র‌্যাম,
*৫০০ হার্ডডিস্ক,
*Intel processor -Cor-I5 নাহলে AMD Athlon™ Processors-X3,
*গ্রাফিক্স কার্ড-Nvidia graphics_cards-১ জিবি নিতে পারেন।

***ভালো মাদারবোর্ড এর উপর সব কিছু নির্ভর করে।টাকা টা বেশি লাগবে।

আপনি বর্তমান কম্পিউটারের বিভিন্ন জিনিসের দাম দেখতে পারেন এই লিনং কে-http://www.bdstall.com/searchItemListingByDepartment/index/1/

    @নির্জন আলো BD:
    আপনার সাজেশনের জন্য অন্তরিক ধন্যবাদ।

    তবে আজকে যেটা হল টাস্ক ম্যাসেজার খুলে CPU Usage দেখলাম প্রথমে ৩%, তারপরই তা একলাফে উঠে গেল ৯৮% । এরপর ৭০% থেকে ১০০% মধ্যে ছিল কয়েক মিনিট। এর পরই পিসি অফ !!! অঅর অন হয় নি। ৩০ মিনিট পর চালু করলে পরে চালু হয়। তারপর গড়ে ৬৫% এর মধ্যে থেকে চলল ঘন্টা পাচেঁক। তারপর পিসিতে মডেম কানেক্ট করতে গেলেই তা ৯০% থেকে ১০০% এর মধ্যে থাকে। এর কয়েক মিনিট পরেই আবারও পিনি অফ !!! ব্যাপারটা বুঝলাম না। আবার এই অবস্থায়ই একটা ডিভিডি রাইট করলাম, তখন ছিল গড়ে ৯০% এর মত। এর কারণ কি?

    সাধারণত সিপিউর তাপমাত্রা কত পর্যন্ত থাকলে সেটা স্বাভাবিক ধরে নেওয়া যায়?

    পাওয়ার সাপ্লাই সমস্যার কারণে অন্য কোনও পার্টসে সমস্যা হতে পারি কি? সেটা কি ধরণের?
    উত্তরগুলো জানাটা আমার জন্য বাধ্যতারমূলক হয়ে গেছে। এ বিষয়ে প্লিজ একটু বিস্তারিত বুঝিয়ে বলেন….