সাহায্যঃ সাহায্য চাই টেকটিউনস, টেকটিউন্স, মানুষগুলো কাছে

আমি একটা সফটওয়ার জন্য সাহায্য চাই । আমার café net এর দোকান আছে computer এ একটা সফটওয়ার ব্যবহার করি , যে pc মাঝে আমি সফটওয়ারটা ব্যবহার করি অনেক সময় pc সমসা করে। আমি অন্য pc তে সফটওয়ার ধারাবাহিক ভাবে instal দিলে desktop এ সফটওয়ারটা open হয়না । যে pc বর্তমানে ব্যবহার করতেছি সেটা একজন মিসরী লোক সফটওয়ারটা দিয়েছিল এবং সে install করে দিয়েছিল । সফটওয়ারটা দাম নিয়েছিল ৩০০০ রিয়াল প্রায় ৫৪০০০ টাকা । সে যে pc মাঝে instal করে ছিল । সে computer format করে instal করলে open হয় । এখন মাঝে মাঝে computer start করলে  herd drive erro দেখায় । এবং একটি computer দোকানে নিয়েছিলাম ঊনারা বলে HHD CHANGE করতে হবে । কিন্তু অন্য pc মাঝে যে open হয়না । নতুন করে কি আবার সফটওয়ার কিনতে হবে । কেঊ আমাকে সাহায্য করুন । সফটওয়ার আমি rapidshare এ upload করে দিলাম । winrar file  দিয়ে ।তবে winrar file password দিয়ে রাখা আছে । যদি কেঊ সাহায্য করতে পারবেন মনে করেন । আমাকে email id দিবেন password send করে দেব । file এখানে http://rapidshare.com/files/300583441/cafetron_shajahan.rar.html

Please help me ok আমি জানি টেকটিঊনস এ অনেক আছে যারা এই কাজটি করে দিতে পারবে । কিভাবে instal করবেন তা একটা pdf এর মাঝে আছে ।

Level 0

আমি শাহাজাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাহাজাহান ভাই, আমি আপনার কথাগুলো পরিষ্কার বুঝতে পারলাম না।
আপনি কী software ব্যবহার করেন এবং সেটা কী ধরনের সমস্যা করে তা একটু গুছিয়ে লিখুন, দেখবেন কেউ না কেউ অবশ্যই সাহায্যের হাত বাড়াবে।

Level 0

আপনি password পাঠান, সাহায্য করতে পারবই এমনটা বলছিনা তবে চেষ্টা করতে পারি।

শাজাহান ভাই আপনার সমস্যাটা ক্লিয়ার না। কারণ আপনি এটাই বলছেন না যে, এটি কি কাজের সফটওয়্যার, এটি কি গ্রাফিক্স নাকি নেটওয়ার্ক, নাকি অন্য কোন কাজে ব্যবহার করা হয়। তবে আমি যতটুকু ধারণা করছি আপনার নতুন কম্পিউটারে আপগ্রেডেড কোন এন্টিভাইরাই ব্যবহার করছেন যে আপনার এপ্লিকেশনের exeকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে ডিলেট করে ফেলছে যার কারণে আপনার ডেস্কটপ সর্টকাট কাজ করছেনা। আপনার পিসিতে এন্টিভাইরাস কে ডিজেবল করে আবার ইনষ্টল করে দেখুন। এটি একটি সাধারণ ধারণা আর উচ্চমার্গীয় ধারণা হচ্ছে সম্ভবত আপনার সফটওয়্যারটি স্পেসিফিক হার্ডডিস্ক সিরিয়ালের উপর বেজ করে ইনষ্টল করা যার কারণে নতুন হার্ডডিস্কে কাজ করছেনা। সেক্ষেত্রে উক্ত সফটওয়্যারটি সিরিয়াল জেনারেটর নামে একটি পার্ট উক্ত মিশরীর কাছে আছে। যদি তাই হয় তবে আপনি জিম্মি। আপনার সফটওয়্যারটি রেপিতে থাকার কারণে আমি জিপির লাইন দিয়ে নামাতে পারিনি। পারলে আমাকে সফটওয়্যারটি [email protected] এই এড্রেসে পাসওয়ার্ড সহ পাঠিয়ে দিন। চেষ্টা করব সাহায্য করতে। আমি ঠিক বুঝতে পারছিনা আপনি এতদাম দিয়ে কি এমন সফটওয়্যার কিনলেন। এত দামী যেহেতু তাহলে নিশ্চই এর সাপোর্ট সিস্টেমও আছে। একটু খোঁজ করে দেখুন। তবে আমি বিস্মিত।