স্টুডিওর কাজে ছবি প্রিন্ট করতে একটি প্রিন্টার কিনব । আমি চাই এই প্রিন্টার দিয়ে ছবির কাজ ছাড়াও যেন যে কোন নরমাল কাগজ (সাদাকালো-রঙ্গিন) প্রিন্ট করা যায়। একটি প্রিন্টারে এটা কি সম্ভব? না কি আলাদা (ছবির জন্য একটি এবং নরমাল প্রিন্টের জন্য একটি) কিনতে হবে?
আর কোন কোম্পানির কিনব এবং দাম বলতে পাবরলে খুবই উপকার হবে। টাকার কোন প্রশ্ন নেই, মান ও গুন নিয়েই প্রশ্ন।
আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।