ভাই আমার প্রিন্টার সম্পর্কে ভাল ধারনা নাই। তাই আপনাদের কাছে সাহায্য চাইলাম।
1. প্রশ্নঃ আমি এই প্রিন্টার দিয়ে সাদা কালো এবং রংগিন উভয় রকম প্রিন্ট করব। কোন কোম্পানীর ভাল হবে এবং দাম কত হবে? বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য।
2. প্রশ্নঃ ২য়ত আমি ছবি প্রিন্ট করার জন্য আরো একটি প্রিন্টার কিনব। কোন কোম্পানীর ভাল হবে এবং দাম কত হবে? বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য।
3. আরেকটি কথা আমি উপরে দুইটি প্রিন্টারের কথা বল্লাম যদি দুইটি না কিনে একটি দিয়ে দুইটি কাজ করা যাবে কিনা এমন কোন প্রিন্টার থাকলে তার নাম বললে ভাল হবে।
মোট কথা কি করলে সবচেয়ে ভাল হবে অভিজ্ঞ ভাইদের সহায়তা চাই।
আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনটি অনেক মনোযোগ দিয়ে পড়লাম কমেন্টসহ, কিন্তু মার্কেটে গিয়ে ৩ বা ৪ হাজার টাকার মধ্যে কোন প্রিন্টার পেলাম না ৷৷৷
প্রিন্টার কিনব কম দামের মধ্যে কোনটা ভাল হবে? ড্রাম করানোসহ ৷৷৷ প্লিজ হেল্প ৷৷৷