দেশে এখন ঘরে ঘরে ... রূমে রূমে পিটিসি সাইটের জোয়ার চলছে.... সবাই পাগলের মত এইসব সাইটে বিনিয়োগ করেই যাচ্ছে.. তারপর শুরু করতেছে ক্লিক দেওয়া..... যার পিছনেই যাচ্ছে ১৮ ঘন্টা।
এত কিছু দেখে আজ হঠাৎ করে মাথায় একটা কথা এলো সেটা হল , আমার এক সহকর্মী নতুন একটা পিটিসি সাইটে ফ্রী মেম্বার হয়েছে। তো সে কাজের ফাকে ফাকে ক্লিক করে। সেখানে ফ্রী মেম্বাররা দৈনিক ১ ডলার পাবে... তাদের রেফার এ কেউ সদস্য হলে সেখান থেকেও লাভ পাবে। ১০০ ডলার হলে সেটা বিনিয়োগ করে একাউন্ট আপগ্রেড করে কাজ করলে ডলার উত্তোলন করতে পারবে।
আর যারা ৭০০০ বা ১০০ ডলার দিয়ে সদস্য হচ্ছে তারাও দিনে ১ ডলার করে ইনকাম করবে, তাদের রেফার এ কেউ সদস্য হলে সেখান থেকেও লাভ পাবে। তাদের বিনিয়োগকৃত ১০০ ডলার তাদের কাছে আসতে ১০০ দিন খাটতে হবে।
এবার খুব সহজে হিসেব করুন.. একজন ফ্রী মেম্বার ১০০ দিন কাজ করার পর টাকা হয়ত উত্তোলন করতে পারবে।
আবার যারা ১০০ ডলার বিনিয়োগ করছে তারাও ১০০ দিন কাজ করলে তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাবে। মানে ফলাফল ঐ একই দাড়াল। যদি সে বিনিয়োগ না করে ফ্রী মেম্বার হয়ে কাজ করত তাও লাভের টাকা পেতে ১০০ দিন খাটতে হত আবার ১০০ ডলার বিনিয়োগ করে লাভের টাকা পেতেও ১০০ দিন খাটতে হচ্ছে.......... মাঝের এই ১০০ দিন যা গেল তা আর ফেরত পাবে???
তাহলে ১০০ ডলার বিনিয়োগ করার দরকারটা কোথাও?? আমায় কেউ বুঝিয়ে বলবেন দয়া করে..........
আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার সহকর্মী কোন সাইটে রেজিস্ট্রেশন করেছে সেটা উল্লেখ করলে ভালো হতো…..যাই হোক নিশ্চিত থাকেন আপনার সহকর্মীরটা এবং যেখানে ১০০ ডলার নিচ্ছে দুটোই ভুয়া….অযথা সময় নষ্ট। এখন পর্যন্ত যেসব পিটিসি সাইট ঠিকমত পেমেন্ট দিচ্ছে যেমন- neobux.com তারাও দৈনিক এক ডলারের কোন কাজ দেয়না। বড়জোড় ০.০১/০.০০১/০.০০০১ ডলার দেয়।