আসসালামু আলাইকুম । সম্মানিত টিটি ভায়েরা আশা করি ভাল আছেন । আমি খুব বড় একটা সমস্যায় আছি । প্লীজ একটু সাহায্য করেন ।আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে । আমার পরিবারের দারা আমার পরাশোনা করার ব্যয় বহন করা সম্ভব না । কারন কিছুদিন পুর্ব আমাদের এলাকায় আওয়ামি- বিএনপি একটি সংঘর্ষের কারনে আমার পরিবার এখন বাড়ি ছাড়া । আর যেহেতু আমার পরিবার কৃষি নির্ভর তাই আমাদের টোটাল ইনকাম আসে কৃষিকাজ থেকে । কিন্তু এখন আমাদের সমস্ত জমি -জমা আওয়ামি দের দখলে ।
বিগত প্রায় ২ বছর ধরে আমি বিভিন্ন ধরনের ব্যাবসা করে আসছিলাম । এবং নিজের খরছ নিজেই বহন করতাম । আমি সর্বপ্রথম MEDS IT নামক একটা MLM Company তে কাজ করতাম । সেখানে আমার বড় একটা টিম ছিল । আমি ছিলাম মিডস এর মার্কেটিং এক্সিকিউটিভ (ME). আমি কিছু কারনে মিডস থেকে নিজেকে দূরে সরিয়া নিয় ।
অতঃপর আমি Ads sourcing নামক একটি Click Company তে জয়েন করি । সেখানেও আমার প্রায় ৭০০ জনের একটা টিম ছিল । কিন্তু তার কিছুদিন পরে আমি জানতে পারি MLM Business ইসলামের দৃষ্টীতে হারাম ।তাই আমি সে বিজনেস ত্যাগ করি । অতঃপর আমি এবং আমার কিছু বড় ভাই (এরা সবাই ছিল MLM এ আমার Down Line ) মিলে আমরা সিধান্ত নিই আমরা আর কোন MLM ব্যাবসা কোনদিন করবনা ।
এর পর আমরা ৫ জন নিয়মিত Meeting করতাম যে এখন আমরা কি করব। তার কিছুদিন পর আমাদের মধ্যথেকে এক বড় ভাই একটা ইনফরমেশন দিল যে , আমাদের দেশে এক ধরনের চুলা পাওয়া যাচ্ছে যা গ্যাসের বিকল্প চুলা । এর বিশেষ দিক হল এই , যে পরিবারে মাসে এক সিলিন্ডার গ্যাস লাগে সেই পরিবারে এই চুলা এবং জালানি ব্যাবহার করলে মাত্র ৭০০ টাকাই হয়ে যাবে । তখন আমরা সিধান্ত নিই যে করেই হওক এই চুলার ডিলারশিপ আমদের নিতে হবে। তখন আমরা ঐ চুলা কোম্পানীর সাথে যোগাযোগ করি । তারা আমাদের ঢাকাই আসতে বলে । আমরা ঢাকাই যাই এবং কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলি । তারা আমাদের খুলনা বিভাগের দ্বায়ীত্ব দেবে বলে কথা দেয় । অতঃপর আমরা তাদের কাছে মোটা অংকের টাকা জমা দিয়ে আসি । আমাদের টাকা গুল ছিল খুবই কষ্ট করে ধার করা । তারা আমাদের বলে আগামী ৩ দিন পর আমাদের ঠিকানায় চুলা এবং জ্বালানী পাঠিয়ে দেবে । কিন্তু তারা ছিল ফেক । আমাদের ঠিকানায় মাল ত আসেই নি বরংছ ওরা আমাদের মত আরো কয়েকটা পার্টির কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছে ।এখন আমরা পুরঃপুরি ....... ।
আমি eXtra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তানভির রেহমান বলেছেন , পিউর এমএলএম ইসলামে হারাম না । আপনি আরো খোজ নিয়ে দেখতে পারেন কোন বিজ্ঞ আলেমের কাছ থেকে (তাবলীগের মাদ্ধমে তৈরি মাওলানা :/ না) আশা করি ভাল থাকবেন । 😀 😀
আমাকে আবার Click বাজ বানাতে চান ?