আমাকে একটু পরামর্শ দিবেন কি ?

আসসালামু আলাইকুম । সম্মানিত টিটি ভায়েরা আশা করি ভাল আছেন । আমি খুব বড় একটা সমস্যায় আছি । প্লীজ একটু সাহায্য করেন ।আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে । আমার পরিবারের দারা আমার পরাশোনা করার ব্যয় বহন করা সম্ভব না । কারন কিছুদিন পুর্ব আমাদের এলাকায় আওয়ামি- বিএনপি একটি সংঘর্ষের কারনে আমার পরিবার এখন বাড়ি ছাড়া । আর যেহেতু আমার পরিবার কৃষি নির্ভর  তাই আমাদের টোটাল ইনকাম আসে কৃষিকাজ থেকে । কিন্তু এখন আমাদের সমস্ত জমি -জমা  আওয়ামি  দের দখলে ।

বিগত প্রায় ২ বছর ধরে আমি বিভিন্ন ধরনের ব্যাবসা  করে আসছিলাম । এবং নিজের খরছ নিজেই বহন করতাম । আমি সর্বপ্রথম MEDS IT নামক একটা MLM Company তে  কাজ করতাম । সেখানে আমার বড় একটা টিম ছিল । আমি ছিলাম মিডস এর মার্কেটিং এক্সিকিউটিভ (ME). আমি কিছু কারনে মিডস থেকে নিজেকে দূরে সরিয়া নিয় ।

অতঃপর আমি Ads sourcing নামক একটি Click Company তে জয়েন করি । সেখানেও আমার প্রায় ৭০০ জনের একটা টিম ছিল । কিন্তু তার কিছুদিন পরে আমি জানতে পারি MLM Business  ইসলামের দৃষ্টীতে হারাম ।তাই আমি সে বিজনেস ত্যাগ করি । অতঃপর  আমি এবং আমার কিছু বড় ভাই (এরা সবাই ছিল MLM এ আমার Down Line ) মিলে আমরা সিধান্ত নিই আমরা আর কোন MLM ব্যাবসা  কোনদিন করবনা ।

এর  পর  আমরা ৫  জন নিয়মিত  Meeting করতাম যে এখন আমরা কি করব। তার কিছুদিন  পর আমাদের মধ্যথেকে এক বড় ভাই একটা ইনফরমেশন দিল যে , আমাদের দেশে এক ধরনের চুলা পাওয়া যাচ্ছে  যা গ্যাসের বিকল্প চুলা । এর বিশেষ দিক হল এই , যে পরিবারে মাসে এক সিলিন্ডার গ্যাস লাগে সেই পরিবারে এই  চুলা এবং জালানি ব্যাবহার করলে মাত্র ৭০০ টাকাই  হয়ে যাবে । তখন আমরা  সিধান্ত নিই যে করেই হওক এই চুলার ডিলারশিপ আমদের নিতে হবে। তখন আমরা ঐ চুলা কোম্পানীর সাথে যোগাযোগ করি । তারা আমাদের ঢাকাই আসতে  বলে । আমরা ঢাকাই যাই এবং কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলি । তারা আমাদের খুলনা বিভাগের দ্বায়ীত্ব দেবে বলে  কথা  দেয় । অতঃপর আমরা  তাদের কাছে  মোটা অংকের  টাকা জমা দিয়ে আসি । আমাদের টাকা গুল ছিল খুবই  কষ্ট করে ধার করা । তারা আমাদের বলে  আগামী ৩ দিন পর  আমাদের ঠিকানায়  চুলা এবং জ্বালানী পাঠিয়ে দেবে ।  কিন্তু তারা  ছিল  ফেক । আমাদের ঠিকানায় মাল ত আসেই নি বরংছ  ওরা আমাদের মত আরো কয়েকটা পার্টির কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছে ।এখন আমরা পুরঃপুরি ....... ।

Level 0

আমি eXtra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমাকে আবার Click বাজ বানাতে চান ?

ভাইয়া। পিউর এমএলএম ইসলামে হারাম না। আপনি আরো খোজ নিয়ে দেখতে পারেন কোন বিজ্ঞ আলেমের কাছ থেকে (তাবলীগের মাদ্ধমে তৈরি মাওলানা :/ না) আশা করি ভাল থাকবেন।

Level 0

Thanks For Commenting………………..আমি বিস্তারিত জেনেই সিদ্ধন্ত নিয়েছি ।

আর আমারো Dolancer.com এ একাউন্ট খুলিয়েছে আমার এক ভাই জোর করিয়ে। একদিন ক্লিক করেছিলাম ৩০ টার মত। কিন্তু কেন জানি কাজটাকে খুভ বিচ্ছিরী ধরনের লেগেছিল। এক ধরনের ঘ্রিনা এসে গেছে PTC গুলোর প্রতি।

Level 0

Thanks Vai…….পরামর্শ দিন প্লীজ……।

Level 0

ভাই তানভির রেহমান, পিউর MLM বলতে আপনি কি জানেন? দয়া করে আপনি একটু জানাবেন কি? তাবলীগ যারা করে তারা মাওলানা বা আলেম না শুধু শুধু তাদের নাম আনলেন কেন? যারা সত্যিকারে তাবলীগ করে তারা কখনো ফতোয়া দেয় না। ফতোয়া দিলেই বড়ো আলেম হয় না।

আপনি যখন ,জুমলা , ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন ইত্তাদ্দি পারেন তখন সুধু odesk না freelancher , elanch, get a coder, rent a coder, guru .com ইত্তাদ্দি অনেক গুলো সাইট এ অ্যাকাউন্ট করে নিওমিত বিট করুন । ইন্সাল্লাহ আপনি এক মাস না হলেও আস্তে আস্তে করে অনেক টাকা উপার্জন করতে পারবেন,

    সহমত !
    ধন্যবাদ খুবই যুক্তিগত কথা বলছেন ! , আর ফ্রি freelancing এর মূল মন্ত্রই হলো ধর্য্য , অর্থাৎ আপনার ধর্য্য থাকলেই আপনি সাকসেস!!

    Level 0

    @ফরিদ আহমেদ: ধন্যবাদ ভাই…।।সুন্দর পরামর্শ দিয়েছেন ।

Brother i appretiate your determination to earn from halal way . Doa kori apnar problem Allazh somadhan kore diben .Apnar jonno amar kisu advice dilam:
1.Apnara odesk a team kore kaj korle mone hoi kaj pete subidha hobe .

2.Beshi tarahurha na kore target kore ektu beshi takar kaj gulo dorhar chesta korun.

3.Apni Amazon affiliate theke earn korar chesta korun.Jodio eta ektu somoyer bapar tar poreo valo vabe seo kore jodi onek visitor ante paren ar site e dami kisu product rakhen tahole alpo product sell holeo besh kisu nagod taka peye jaben .

At last,Allah’r opor varosa rekhe hotasha vule jeye protita second thanda mathai kaje laganor chesta korun. Allah apnake halal pothe rojgar korte o sob problem overcome korte help korben .

তানভির রেহমান বলেছেন , পিউর এমএলএম ইসলামে হারাম না । আপনি আরো খোজ নিয়ে দেখতে পারেন কোন বিজ্ঞ আলেমের কাছ থেকে (তাবলীগের মাদ্ধমে তৈরি মাওলানা :/ না) আশা করি ভাল থাকবেন । 😀 😀