উইন্ডোজ 7 সেটআপ দেওয়ার পর আমার ল্যাপটপের ওয়েব-ক্যাম উল্টা দেখায় । কোন সমাধান আছে কি?

হা ভাই আমি উইন্ডোজ 7 সেটআপ দেওয়ার পর আমার ল্যাপটপের ওয়েব-ক্যাম উল্টা দেখায়। অথ্যাৎ মাথার অংশ থাকে নিচের দিকে আর বডির অংশ থাকে উপরের দিকে।

বড়ই বিপদে আছি কেহ কি আছেন আমাকে উক্ত সমস্যা থেকে সমাধান দিতে?

বড়ই বিপদে আছি কেহ কি আছেন আমাকে উক্ত সমস্যা থেকে সমাধান দিতে?

বড়ই বিপদে আছি কেহ কি আছেন আমাকে উক্ত সমস্যা থেকে সমাধান দিতে?

Level 0

আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি রাইট করি নির দিয়ে।ডিভিডি ভিডিও রাইট করতে চাই। কিন্তু নিরও ৯ সফটে অনলি ভব.ইনফো চায়। নিরও ৭ দ্বারা কিসুতা কাজ হলেও মাত্র ২-৩ টা মুভি ও ফুল দেওয়া যায় না। জায়গা ওভার দেখায়। দয়া করে তাড়াতাড়ি আমাকে সাহায্য করুন।

সেভেন ইন্সটল এর পর মাদারবোর্ড ড্রাইভারে সিডি থেকে ওয়েবক্যাম সফটটি ইন্সটল করুন।যদি ইন্সটল করার পর এই সমস্যা থাকে তাহলে ওয়েবক্যাম ওপেন হবার পর ওখানে উপরে বারে অপশানে কোথাও দেখুন Rotate জাতীয় কিছু লিখা আছে কিনা।ওটাতে ক্লিক করে আশাকরি ঠিক করে ফেলতে পারবেন।

কেউ নাই!

Level 0

h keho nai, for me help

আসসালামুয়ালাইকুম! আমি আপনার সমস্যা টি ধরতে পেরেছি।
আপনার সেটআপ দেয়া windows-7 টি যদি 64bit এর হয়ে থাকে আর আপনার ওয়েবক্যাম এর সফটওয়্যার টি যেটি আপনি সেটআপ দিয়েছেন সেটি যদি 32bit এর হয়ে থাকে তাহলে এই সমস্যাটি হয়। এর সমাধান হল ৬৪-বিট এর অপারেটিং সিস্টেম এর জন্য ৬৪-বিট এর সফটওয়্যার সেটআপ দিতে হয় এবং ৩২-বিট অপারেটিং সিস্টেম এর জন্য ৩২-বিট (x86 লেখা থাকতে পারে) সফটওয়্যার সেটআপ দিতে হয়। আপনার অপারেটিং সিস্টেম টি কত বিট এর তা দেখার জন্য My Computer–>Sustem Properties এ ক্লিক করুন। যদি ৩২ বিট হয় বা ৬৪ বিট হয় তাহলে ইন্টারনেট থেকে আপনার ওয়েবক্যাম এর সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার সময় ৩২বিট নাকি ৬৪বিট এর ভার্সন ডাউনলোড করবেন তা দেখে নিবেন এবং ডাউনলোড করে সেটআপ দেয়ার পর পিসি একবার রিস্টার্ট দিবেন। আশা করি এখন আপনার সমস্যাটি সমাধান হবে।

বানান ভুলের জন্য দুখিঃত। উপরের পোস্টটিতে Sustem Properties এর বদলে হবে System Properties.
এই কাজটি আপনি আরও সহজ ভাবে করতে পারেন আর তা হল My Computer আইকন টিতে রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করলেও আপনি দেখতে পারবেন আপনার অপারেটিং সিস্টেম টি কত বিটের।

    Level 0

    @রবিন: ধন্যবাদ রবিন ভাই, দেখি কাজ করে কিনা