আমাকে সাহায়্য করুন? মা-অফিস এবং ফেসবুক।

আমার Microsoft Office 2003 ব্যবহার করি কিন্তু ১০-১৫ দিন থেকে হঠা করে আমার যে সমস্য হচ্ছে যে ল্ল, স্ত, রু, প্ল, ইত্যাদি যুক্ত অক্ষর গুলো লিখলে কেমন ভেঙ্গে যায়। ঠিক হয় না। আমি xp দিলাম তুবু হলনা। তার পর Bijoy2003Pro, Microsoft Office 2003, SutonnyMJ দিলাম আলাদা যে আমার পিসিতে ছিল সেটা বাদে অন্য তারপর এককি ফল। তার পর Microsoft Office xp দিলাম তার পর কিছুই হইনি। কি করলে হবে বলবেন দয়া করে?
আমার একাউন্টে অনেক সমস্য দেখা দিয়েছে চাট বক্স ডিসকানেক হয় একটু পর পর ও কিছু উটক ঝামেলা হইছে যে গুলো কাজতে চাইছি একটু সমাধান দেন না।

Level 2

আমি আব্দুর রব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 633 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার শিক্ষার নেশা বেশী। আমি যে কোন কাজ শিক্ষতে চাই। আমার কোন প্রকার নেশা নেই, এমন কি চা পর্যন্ত খাই না। নেশা আমার শুধু কম্পিউটারে কাজ শিক্ষা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাংলার অটো কারেক্ট অপসন সবগুলো ডিজেবল করে দেখুন। সুতনি এমজে নতুন করে ডাউনলোড করে ব্যবহার করুন। সবচেয়ে ভাল হয় বিজয় ৫২ ব্যবহার করা। .(ডট) নেট ৪ ইন্সটল করে বিজয় ৫২ (২০১১/২০১২) ব্যবহার করুন।

Level 0

আর হা ফায়ার ফক্স এর নতুন ভার্সন ব্যবহার করুন।

হুম এই সমস্যায় আমিও পড়েছিলাম। অফিস ২০০৭ এর সাথে বিজয় ২০১২ ব্যবহার করলে কখনোই এই ধরণের সমস্যায় পড়বেন না। বিজয় আপডেট করুন।