android 2.2 এ বাংলা ফন্ট ইন্সটল করার উপায় কি?ভাইয়েরা জানলে হেল্পান……

অনেক ইউজার রিভিউ দেখে কম টাকার মধ্যে একটা android নিলাম-KINGSTAR T50।এটার configuration হলঃ-
OS: Android 2.2

Internal Memory: 261 mb

Processor: 350MHz.

RAM: 256MB

3.2” HVGA Color screen

Wi-Fi, EDGE Class-10

pdf,doc,ppt,txt etc. viewer

Wireless TV etc.

battery backup awesome


warranty : 1 year
Price: 6500

Details: http://kingstarmobile.com/Search-Details/gallery_product/KS-T50/T50

আমার সমস্যা হল বাংলা ফন্ট নিয়ে।এই সেটের সব ফিচারে আমি সন্তুস্ট।কিন্তু বাংলা ফন্ট না থাকায় আমি বাংলা document গুলো পড়তে পারছিনা।
তাই techtunes এর দারস্থ হয়েছি কিভাবে android-এ বাংলা ফন্ট install করা যায় তা জানতে-আশা করি techtunes-এর talent ভাইরা
আমাকে হতাশ করবে না।এই বিষয়ে কারও জানা থাকলে প্লিজ help করেন। warranty বাতিল হয় এমন কোনো পরামর্শ দিয়েন না।

Level New

আমি কাইফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি এ্যান্ড্রয়েড ২.৩.৪ ভারসন ব্যাবহার করছি এবং বিক্রির জন্য কিছু এ্যান্ড্রয়েড ২.৩.৪ চায়না কোম্পানী খেকে ইমর্পোট করেছি। সাথে রবি সিম ব্যাবহার করছি। ফোন আউট গোয়িং এবং ইনকামিং ওকে, ইন্টারনেট ও সুন্দর ভাবে ব্যাবহার করতে পারছি। সমস্যা হচ্ছে ব্যালেন্স চেক করতে গিয়ে। ইন্টারনেট এবং মোবাইলের টাকা চেক করতে গেলে লেখা আসে Invalid MMI Code. MMI Code. কি, কিভাবে সমাধান পেতে পারি। রবি কাষ্টমার কেযারে মেইল র দিয়েছিলাম তারা বলল তারা এটা বোঝে না, রবির ১২৩ নম্বরে কথা বলেছি তারও কোন সমাধান দিতে পারল না। কিন্তু আমি যে কম্পানী থেকে সেট টি আনিয়েছি তারা বলল, আমি যে কোম্পনীর সিম ব্যাবহার করছি তারই এর সমাধান করে দিতে পারবে।

সমাধানটি কহারো জানা থাকলে বলবেন প্লিজ।