যেকোনো সমস্যার একমাত্র সমাধান যে techtune সেটা বুঝতে আর আমার বাকি নেই । কারন কোন সমস্যা এখানে পোস্ট করলে তার একটা সমাধান আসবেই, সেটা যতটুকুই কার্যকর হক । তাইতো সমস্যাই পরলেই আমার একটাই ঠিকানা চোখে পরে, techtune ।
এখন আসল কথায় আসি ।
কিছুদিন যাবত আমার ল্যাপটপ টা যখন shutdown করি ঠিক সেই মুহূর্তেই একটা নীল screen এসে ল্যাপটপ আবার restart নেই । তারপর আবার shutdown করলে তখন বন্ধ হয়।
সমস্যাটার একটা কারন আমি বের করেছি। সেটা হল আমার অসাবধানতাবশত windows এর কিছু ফাইল আপডেট নিয়ে নেই । এর ফলে কিছু এররর থেকে যায় । হইত এইটাই কারন। এটা আমার ধারনা, সঠিক নাও হতে পারে । যাহোক, আমি এখন এর সমধান চাই । পুনরায় setup দেয়া ছাড়া কি এটার সমাধান সম্ভব ???? দয়া করে জানান ।
আমি গৌরব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
am a student of ARCHITECTURE in CHITTAGONG UNIVERSITY of ENG & TECH. i've much curiosity in technology thats why i m here :) am proud to be a bangladesh
OS Setup দিয়া ফেলেন , কেল্লা ফতে ! ! 😀