ছবি প্রিন্ট করার কাগজ সম্পর্কে জানতে চাই?

হা ভাই আমি ছবি প্রিন্ট করার কাগজ সম্পর্কে কয়েকটি প্রশ্ন করব।

১. যে কাগজে ছবি প্রিন্ট দেওয়া হয় সে কাগজের নাম কি?

২. কোন কোন সাইজের কাগজ পাওয়া যায়?

৩.  কাগজের কোয়ালিটি কোনটি ভাল (যেমন আমরা অফসেট পেপার ৭০ গ্রাম এবং ৮০ গ্রাম এর মধ্যে ৮০ গ্রাম ভাল বলি এমন)

৪. কি হিসাবে বিক্রয় করা হয় এবং দাম কত?

৫. কোন দোকানে পাওয়া যায়?

আর একটি কথা যে কোন কালার প্রিন্টারেই কী ছবি প্রিন্ট করা যাবে কিনা নাকি ছবি প্রিন্ট করারর জন্য নির্দিষ্ট প্রিন্টার আছে। দয়া করে উত্তর গোলো দিলে খুবই উপকার হবে।

Level 0

আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১. গ্লসি ফটো পেপার
২. মূলত এ৪
৩. ২১০-২৫০ জিএসএম সবচেয়ে ভাল
৪. প্রতি ২০ পিচ এক প্যাকেট, দাম পুরুত্ব ও মান অনুযায়ী, ১৫০-৩০০ টাকা
৫. যেকোন ছবির দোকানে
৬. ইংকজেট প্রিন্টার দিয়েই করা যাবে। প্যাকেটের গায়ে লেখা দেখে নিবেন “ফর ইংকজেট প্রিন্টার” 🙂