সাহায্যঃ টেকটিউনসের সকল টিউনারদের দৃষ্টি আকর্ষন করছি

আমি টেকটিউন্সের নিয়মিত পাঠক। এখানে যারা টিউন করেন তাদের অনেকগুলো খুবই দরকারি এবং মজার। আমি চাই সেসকল প্রয়োজনীয় এবং মজাদার টিউনগুলো আমার নিজের বল্গ এ সংরক্ষিত রাখতে। এজন্য আমি সকলের অনুমতি চাই।আশা করি সবাই +ve মতামত দিবেন। মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

To become a part of Digital Bangladesh, you have to be more, more and more fast with technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অন্য কেউ কি বলে জানি না তবে আমার টিউনগুলো রাখতে চাইলে নির্ধিদায় রাখতে পারেন । তবে ব্লগ সাইটের এড্রেসটা দিলে ভাল হত । Don’t Worry , Be Happy

রাখতে পারেন ।কিন্ত মূল টিউনারের নাম এবং মূল টিউনের ঠিকানা অবশ্যই স্পষ্ট করে বড় করে দিয়ে দিবেন।না হয় অনেকে ভাববে আমরা আপনার লেখা কপি করে দিয়েছি।আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন।

আমার মনে হয় আমি আশার বানী দিতে পারলাম না ………….. টেকটিউনস একটা কপি রাইটেড সাইট ……….. আপনি যে কোন একজন টিউনারের একটা ভালো টিউন তার অনুমতিক্রমে তার সাইটে রাখতে পারেন তবে টেকটিউনসের সব মজাদার টিউনগুলো নিয়ে আপনি আরেকটা ব্লগ প্ল্যাটফর্ম খুলতে পারেন না। তবে হ্যাঁ, নিজের সংরক্ষনে চাইলে পার্সোনালি রাখতে পারেন। টেকটিউনসের ইউনিকনেস রক্ষার দায়ীত্ব আপনারও বটে …………….

আশা করি বুঝতে পেরেছেন।

Level 0

আপনি এভাবে টেকটিউনারদের টিউন কপি করে দিতে চাইলে দিতে পারবেন।কিন্তু এটি বৈধ নয়।আমার মত আপনি টিউনারদের সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করুন।তাদের কাছ থেকে ব্যক্তিগত ভাবে আপনি বিভিন্ন লেখা সংগ্রহ করতে পারেন।তবে আপনার ব্লগ সাইটে অবশ্যই লেখকের নাম এবং পোস্ট সুত্র দিয়ে দিবেন।তাহলে বোধহয় একে অবৈধ বলা যাবে না।কারন এর আগে এভাবে অনেকেই টিউন কপি করে নিজের নামে চালিয়ে দিয়েছে।এতে একজন টিউনার তার সৃস্টিশীল চেতনা থেকে পিছিয়ে পড়ছে।আশা করি আপনি বুঝতে পারছেন।
ধন্যবাদ।

@টিনটিন ভাই,আমি আপনার সাথে একমত।

টিনটিন ভাইয়ের সাথে আমি একমত।

Level 0

সাইটের ঠিকানা কই ?