সমস্যা
আমি আগে ফায়ারফক্সের ভক্ত ছিলাম।এখন অপেরার। কেন ? সেটা খুব খুলে বলতে পারব না। ফায়ারফক্সের চেয়ে আমার PC তে অপেরাতে একটু যেন দ্রুত খোলে।আর একটা বিষয় যেটার জন্যে আমি অপেরার ভক্ত সেটা হল –অপেরায় কোনো পেজ খুলে রাখলে নেক্সট টাইমখোলার সময় নেট কানেকশান না থাকলেও পেজটা Restore করে নিতে পারে।ফায়ারফক্সে নেক্সটটাইম খোলার সময় একটা অপসন দেয় বটে Restore Previous session কিন্তু সেইসময় নেট কানেকশান যুক্ত না থাকলে রিস্টোর করতে পারেনা।
যা হোক আমার সমস্যার কথা বলি।(এটা মাঝে ঘটছে। সবসময় নয়। আবার একাধিক ট্যাব খোলা থাকলে সবগুলোতে হচ্ছে না ,কোনো কোনো ট্যাবে হচ্ছে।)
অপেরা খুললে মাঝে মাঝে কোনো কোনো ট্যাবে এরকম নীল স্ক্রীন হয়ে যাচ্ছে।
এইরকম টাইপের নীল উপর নিচে দাগ দেখাচ্ছে।
এই পেজ থেকে Open Link in new tab এ খুলছে না।পেজ রিলোড করলেও একই রকম থাকছে।
অথচ অন্য ট্যাবে এই একই পেজ দেখুন ঠিক আছে
এই ট্যাবের অ্যাড্রেসবারে অন্য কোনো সাইটের ঠিকানা বসালেও সেই সাইট খোলার পরে সমস্যা থেকেই যাচ্ছে।
সমস্যার সূত্রপাত
এই সমস্যাটা আমার শুরু হয়েছে আমার এক বন্ধুর ফেসবুকের পেজে ঢোকার পর থেকে। ওর পেজে ঢোকার পর (মানে যখন ও আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো।তারপর ওখানে এই রকম টাইপের মেসেজ এলো –এটা একটা গেম।আমাকে ঐ প্রশ্নের উত্তর দিতে হবে।আমি কিছুটা খেলার পর বন্ধ করে দিই।পরে দেখি আমার পেজেও ঐ গেমের অপসন যুক্ত হয়েছে।আমি পরে ওটাকে ডিলিট করে দিই।(ওটার নামও আমার ঠিক মনে নেই।) তারপর থেকে এটা মাঝেমাঝেই হচ্ছে। যদিও আমি নিশ্চিত নই এটার জন্যেই এই সমস্যাটা হচ্ছে।
সমাধানের চেষ্টা
আমি Avast দিয়ে স্ক্যান করিয়েছি। দেখাচ্ছে কোনো ভাইরাস নেই। কোনো ফাইল এফেক্টেড নেই।
আমি জানি অপেরা রি-ইনস্টল করলে হয়তো এটা ঠিক হয়ে যেতে পারে । আবার নাও পারে। অপেরা রি-ইনস্টল না করে কেউ কি এর সমাধান দিতে পারবেন ? বা কেন এটা হচ্ছে বলতে পারবেন?
আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।
no tension opera re-install korlew kono lav nei… Call me- 01671448080