কেমন আছেন সবাই?
আজ একটা বিষয়ে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। আশা করি পাব।
নিজের সংগ্রহে সিনেমা আছে অনেক। বেশিরভাগই ডিভিডি। কিন্তু এগুলো নিয়ে খুব একটা ঘাটাঘাটি করি নি। বলা যায় ডিভিডি সংক্রান্ত বিষয়ে জানি খুব অল্পই। তবে বেশ কিছুদিন ধরে এটা নিয়ে মনের ভেতর বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নেট ঘেটেও খুব একটা সফল হলাম না। তাই আপনাদের একটু সহযোগিতা প্রত্যাশা করছি।
১. বাজারে যে সমস্ত ডিভিডি কিনতে পাওয়া যায় তা সাধারণত কোন সফটওয়্যার দিয়ে বানানো হয় ?
২. একটি ডিভিডি তৈরি করার পর সেটি থেকে একাধিক ডিভিডি তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়? এজন্য কি ধরণের সফটওয়্যার ব্যবহার করা হয়?
৩. একটি ডিভিডির মধ্যে যদি ৪/৫ টি মুভি থাকে তাহলে সেগুলো কি ডিভিডির ভেতরে আলাদা আলাদা ভাবে ভাগ করা থাকে না একসাথে একটি ফাইল হিসেবে থাকে? এই প্রশ্নটা এই কারণে- একটি ডিভিডি থেকে সিঙ্গেল একটি মুভি আমার হার্ডডিস্কে কপি করে একটি ডিভিডি ক্রিয়েটর সফটওয়্যার দিয়ে ডিভিডি বানাতে গেলে, সব কাজ শেষে বার্ন-এ ক্লিক করলেই ম্যাসেজ দেখায়- ফাইলটির সাইজ ১৩৬৬৭MB. এই পরিমাণ জায়গা না-দিলে বার্ন করা সম্ভব না! অথচ মুভিটি যখন হার্ডডিস্কে কপি করেছি তখন এর সাইজ ছিল ৮৫০MB. ব্যাপারটা ঠিক বুঝলাম না। এটার কারণ কি হতে পারে?
৪. প্রত্যেকটি ডিভিডির ভেতরে AUDIO এবং VEDIO নামে দুটি ফোল্ডার থাকে। অথচ মুভি থাকে শুধু ভিডিও ফোল্ডারের ভেতরে। কেন?
৫. ডিভিডির ভেতরে মুভিগুলো VTS_01_1, VTS_01_2 এভাবে সাজানো থাকে। এগুলো কি ডিভিডি তৈরি করার সময় অটোমেটিকভাবে তৈরি হয়ে যায় না তৈরি করে নিতে হয়? এই নামগুলোর পরিবর্তে প্রত্যেকটা মুভির নাম দিয়ে ডিভিডি তৈরি করা যায় কি?
৬. রিপ জিনিসটা কি? এটা কেন করে? কিভাবে করে?
৭. মুভিতে Vob, Avi ইত্যাদি বিভিন্নধরণের ফরম্যাট ব্যবহার করা হয়। এই ফরম্যাটগুলো কি? এগুলো কেন ব্যবহার করা হয়?
৭. ডিভিডিতে সাধারণত কোন কোন ফরম্যাটের মুভি চলে?
৮. একটি ডিভিডি বানাতে আনুমানিক সময় লাগে কতক্ষণ?
৯. HD কোয়ালিটি কি?
১০. মুভির সাইজ কমানো বাড়ানো যায় কিভাবে? এটা করতে কি ধরণের সফটওয়্যার ব্যবহার করা হয়?
১১. ডিভিডি আর ভিডিওর মধ্যে পার্থক্য কি?
১২. মোবাইলে যে ভিডিওগুলো চলে তা সাধারণত কোন ফরম্যাটের? এদের সাইজ কত হয়? মোবাইলের জন্য কি আলাদাভাবে ভিডিও তৈরি করে নিতে হয়? করলে সেটা কোন সফটওয়্যার দিয়ে করে?
কারও জানা থাকলে সহযোগিতা করলে কৃতজ্ঞ থাকব।
আমি নির্জন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল যে কোনও বিষয়ের প্রতিই আগ্রহ আছে; আছে কৌতূহল। শিখতে চাই প্রতিনিয়ত, সেটা যত ছোট বিষয়ই হোক না কেন। নিজে যেটুকু জানি, কেউ জানতে চাইলে মনখুলে তা বলি। অপরের মতের প্রতি শ্রদ্ধা রাখি পরিপূর্ণভাবে। ভালবাসি বাংলাকে, এই দেশকে; নিজেকে তো অবশ্যই।
এখানে আপনি বলেননি যে ডিভিডিটা কিরকম? অর্থাৎ এতে কী গেম থাকবে, গান থাকবে না মুভি থাকবে নাকি সফটওয়্যার থাকবে? যদি গেম কিংবা সফটওয়্যার হয়ে থাকে এসব সাধারণত Data Mode এ বার্ন করা হয়। আর গানের জন্য Audio অথবা mp3 mode এ বার্ন করা হয়। যদি মুভি হয় তাহলে Video Mode এ বার্ন করা হয়।
এটা করা যায় বিভিন্ন সফটওয়্যার দিয়ে। Nero, Roxio Creator, Ashampoo Burning Studio ইত্যাদির লেটেস্ট ভার্সনে ডিভিডি কপির সিস্টেম দেওয়া থাকে। এগুলো সাইজে অনেক ভারী বিধায় DVD clone, Copy DVD ব্যবহার করা যায়। DVD clone বা Copy DVD সাইজে অনেক ছোট এবং সহজে ব্যবহারযোগ্য। একটা ডিভিডি রাইটার থাকলেও একটি ডিভিডি একাধিক ডিভিডিতে কপি করা সম্ভব, মানে একই ডিভিডির একাধিক ফটোকপি তৈরি করা সম্ভব।
সমস্যাটি ভাল করে বুঝলাম না তবে আমার মনে হয় আপনি যে অপশনটি সিলেক্ট করেছিলেন সেটা সাইজের ভিত্তিতে নয় বরং সময়ের ভিত্তিতে ভিডিও ডিভিডি রাইট করে। যেমন, আপনি যদি 12 টা mp3 দিয়ে একটা Audio CD বানাতে চান তাহলে কিন্তু Audio CD তে ৭০০MB হিসেবে রাইট হবে না। বরং 80 min. হিসেবে রাইট হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে একটি Audio CD তে মাত্র 12টি গান ধরছে সেখানে আপনি যদি mp3 ডিস্ক বার্ন করতে চান তাহলে আপনার 700MB ডিস্কের মাত্র 36-40MB জায়গা নিচ্ছে। তারমানে আপনি আরও অনেক গান রাইট করতে পারবেন কিন্তু Audio তে আপনার ডিস্কের সময়সীমার ব্যাপার স্যাপার আছে। আর মনে করেন 700MB সিডিতে আপনি 20টা 4min করে গান বার্ন করতে চান তাহলে দেখবেন আপনার রাইটার বলছে যে আপনার সিডিতে আর জায়গা নেই। একই কারণ হতে পারে ভিডিও ডিভিডির ক্ষেত্রে।
প্রশ্ন দুটি একই। প্রথম প্রশ্নের উত্তর হল এটা একটা ফ্রি ডিভিডি রাইটার DVD flick এর মাধ্যমে তৈরি করা হয়। এভাবে তৈরি করলে সকল ডিভিডি প্লেয়ারে সহজেই ডিভিডি দেখা যায় তাই এই সিস্টেম। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হল যে dvd flick এটা অটোমেটিক করে থাকে। ম্যানুয়ালি অপশন নেই।
রিপিং হল যেকোন Audio বা Video ডিস্ক থেকে ডাটা সাধারণ ফরম্যাটে নেওয়া। আপনি যদি Audio ডিস্ক থেকে সরাসরি গান কপি করতে চান তাহলে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে রিপিংয়ের মাধ্যমে Audio ফাইল কে MP3 তে রূপান্তরিত করে হার্ডডিস্কে সংরক্ষণ করতে হবে। এমনিতেও যদি ডিরেক্টলি Audio ফাইল কপি করার সিস্টেম থাকত সেটা জনপ্রিয় হত না কারণ 12টা গান যদি 700 MB হয় তাহলে কে সেটা থেকে কপি করতে যাবে বলুন? সেজন্য রিপ করে Audio থেকে mp3 আকারে সাইজে ছোট করে সংগ্রহ করা হয়। এভাবে 700MB এর একটা ডিস্ক রিপ করলে আপনি 50MB তে সব গান পেয়ে যাচ্ছেন। 😀 ,আরও বিস্তারিত জানতে এখানে গুতা মারেন
Vob=Video Objects বিস্তারিত জানতে ক্লিক করুন
Avi=Audio Video Interlave বিস্তারিত জানতে গুতা মারেন
লিঙ্কে গেলেই বুঝবেন এটা নিয়ে সারাদিন বকবক করলে শেষ হবে না। তারপরও বলি ভিডিও ফাইল বিভিন্ন ফরম্যাটে হয়ে থাকে যার Frame Rate, Bit Rate, ইত্যাদি বিভিন্ন হয়। যার কারণে কোয়ালিটিও বিভিন্ন হয়ে থাকে। বর্তমানে .mkv ফরম্যাটটি অনেক জনপ্রিয় কারণ কম সাইজে খুব ভাল মানের ভিডিও পাওয়া যায়।
আপনি কী এখানে ডিভিডি প্লেয়ারের কথা বললেন? 🙄 , তাহলে বলা যায় বর্তমানে বিভিন্ন ডিভিডি প্লেয়ারের দামের উপর ফরম্যাট সাপোর্ট করে। ডিভিডি প্লেয়ারের বক্সে দেখলে অথবা ম্যানুয়াল ঘাটলেই বুঝবেন এটি কী কী ফরম্যাট সাপোর্ট করে। ডিভিডি প্লেয়ারগুলো সচরাচর প্রায় জনপ্রিয় সকল ফরম্যাট সাপোর্ট করে থাকে।
ডিভিডি টা কী ভিডিও হবে না ডাটা হবে অথবা অডিও হবে সেটাও বলেননি। ভিডিওতে বেশ সময় লাগে কিন্তু Audio বা Data এর জন্য ৫-৬ মিনিট যথেষ্ট।
HD= High Definiton (Quality)
মুভির সাইজ কমানো বা বাড়ান যায় Converter দিয়ে। High Quality তে কনভার্ট করলে সাইজ বাড়বে আর লো কোয়ালটিতে কনভার্ট করলে সাইজ কমবে।
পুরাটাইতো পার্থক্য ❗ 😮 । DVD=Digital Versatile Disk, বিস্তারিত জানতে ক্লিক করুন ডিভিডি হল একটা অপটিক্যাল ডিস্ক স্টোরেজ ব্যবস্থা আর ভিডু হল যেসব ফাইল ওপেন করলে ভিডু দেখা যায় এবং অডু শুনা যায়। বিস্তারিত জানতে ক্লিকান
মোবাইলে যে ভিডিও চলে তা সাধারণত 3gp ফরম্যাটের হয়ে থাকে। বর্তমানের অনেক মোবাইল আবার mp4 সাপোর্ট করে। কোন ভিডিও আপনি যদি মোবাইলে চালাতে চান তাহলে তাকে 3gp/mp4 এ কনভার্ট করে নিতে হবে। কমেন্টের শেষের দিকে সফটওয়্যারের লিঙ্ক দিবোনে।
আমার এই টিউনে ভাল মানের কনভার্টারের Download লিঙ্ক এবং সেইসাথে টিউটোরিয়াল পাবেন।
একটা ফ্রি টিপস:
আমরা যখন mp3 ডিভিডিতে বার্ন করতে চাই তখন তা আমাদের সিরিয়াল অনুযায়ী বার্ন হয় না। ডিভিডি প্লেয়ারে বা সিডি প্লেয়ারে চালাতে গেলে mp3 ডিস্কের নির্দিষ্ট নম্বরে নির্দিষ্ট গান পাওয়া যায় না। তাই যদি সিরিয়াল অনুযায়ী mp3 বার্ন করতে চান তাহলে আমার এই পোস্টটি দেখুন
ভাল থাকবেন, শুভ সকাল এবং ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা থাকল। 😀